জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় জখম ৬পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত , হলদিয়ার ভবানীপুর থানার জামতলার দিশারি স্কুলের কাছেসোমবার, সকাল ৫:৩০ মিনিট নাগাদ একটি মারুতি উল্টে জখম হলেন ৫-৬জন যাত্রী। ওই মা…
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় জখম ৬
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত , হলদিয়ার ভবানীপুর থানার জামতলার দিশারি স্কুলের কাছেসোমবার, সকাল ৫:৩০ মিনিট নাগাদ একটি মারুতি উল্টে জখম হলেন ৫-৬জন যাত্রী। ওই মারুতিতে একটি অর্কেস্ট্রা দলের মহিলারা ছিলেন। জখমদের স্থানীয়রা উদ্ধার করে বিসি রায় হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা স্থলে পৌঁছেছেন ভবানীপুর থানার পুলিশ। সূত্রে জানা যায় সকলেই সুস্থ রয়েছেন তবে নাম ঠিকানা এখনো জানা যায়নি।
No comments