Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাত কাটলেই ৫৪ বছর পর বছরের শুরুতেই প্রথম বিরল সুযোগ গ্রহণ

রাত কাটলেই ৫৪ বছর পর বছরের শুরুতেই প্রথম বিরল সুযোগ গ্রহণ
আগামীকাল দিনের বেলাতেই অন্ধকার হয়ে যাবে গোটা পৃথিবী ২০২৪ সালে প্রথম সূর্যগ্রহণ ৮ ই এপ্রিল সোমবার দীর্ঘ ৫৪ বছর পর এক বিরল  গ্রহণের সাক্ষী হবে গোটা পৃথিবী। বিশ্বের ভিন্ন ভিন…

 


রাত কাটলেই ৫৪ বছর পর বছরের শুরুতেই প্রথম বিরল সুযোগ গ্রহণ


আগামীকাল দিনের বেলাতেই অন্ধকার হয়ে যাবে গোটা পৃথিবী ২০২৪ সালে প্রথম সূর্যগ্রহণ ৮ ই এপ্রিল সোমবার দীর্ঘ ৫৪ বছর পর এক বিরল  গ্রহণের সাক্ষী হবে গোটা পৃথিবী। বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই বিরল দৃশ্য। সোমবার সাড়ে সাত মিনিট সূর্য ঢেকে থাকবে চাঁদরে। বিরলতম দিনের সাক্ষী হতে চলেছে সারা গোটা পৃথিবীর মানুষ। বিরলতম দিনে ঘটনার সাক্ষী হতে চলেছে। দিনের বেলাতে অন্ধকার নেমে আসবে গোটা পৃথিবীজুড়ে। উধাও হয়ে যাবে সূর্য। সূর্য না থাকলে স্বাভাবিকভাবেই অন্ধকার নেমে আসবে গোটা পৃথিবী। এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে কয়েক ঘন্টার জন্য। সারা পৃথিবী গোটা অন্ধকার হয়ে যাবে। আগামীকাল অর্থাৎ 8 এপ্রিল ঘটনা ঘটতে চলেছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। এই পূর্ণ সূর্যগ্রহণ অনেক ক্ষেত্রেই বিরল। এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সারা পৃথিবীর মানুষ। এই গ্রহণ দেখার জন্য অপেক্ষা করছে কোটি কোটি মানুষ। এই গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোটাই ঘেটে নেবে ফলে পৃথিবীর দিকে কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ অন্ধকার নেমে আসবে। এই সূর্য গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা মেক্সিকো আমেরিকা কানাডা থেকে। বিজ্ঞানীরা জানিয়েছেন ৮ এপ্রিল রাত ৯টা ১২ মিনিট থেকে পুণ্য গ্রাস সূর্যগ্রহণ শুরু হবে। মধ্যরাত একটা 25 মিনিট অব দি স্থায়ী হবে এই গ্রহণ মোট ৪ ঘন্টা ১৩ মিনিট অবধি স্থায়ী হবে এই সূর্য গ্রহণ। সূর্য গ্রহণের চলার  সময় চাঁদ পৃথিবীর সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে। চাঁদ সূর্য পৃথিবী একি সমান্তরাল রেখায় থাকায় সূর্যালোক সম্পূর্ণ আটকে যাবে। তার ফলে পৃথিবীর বুকে এক ফোটাও সূর্যের আলো দেখা যাবে না। এই সূর্য গ্রহণের ফলে মোট সাড়ে ৭ মিনিট সূর্য দেখা যাবে না। সূর্য গ্রহণের আসল খেলা দেখা যাবে আমেরিকাতে। ভারতের মধ্যরাত হলেও সূর্য গ্রহণের সময় হলেও আমেরিকাতে দিন হয়। সূর্যগ্রহণের ফলে ঘুটঘুটে অন্ধকার নেমে আসবে। ৪ মিনিট ২৮ সেকেন্ড চাঁদ সূর্য এবং পৃথিবী একই সমান্তরাল থাকায় উত্তর আমেরিকায় দিনের বেলাতেই রাত  নামবে । এর আগে ১৯৭৩ সালে এমন বিরল ঘটনা ঘটেছিল। আফ্রিকা মহাদেশে দীর্ঘ সময় অন্ধকার হয়ে গিয়েছিল দিনের বেলায়। এবার ৫৪ বছর পর এইরকম দীর্ঘতম গ্রহন হতে চলেছে। এই সূর্য গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা মেক্সিকো আমেরিকা কানাডা থেকে এছাড়াও পশ্চিম ইউরোপ আটলান্টিক প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মধ্য আমেরিকাতে দেখা যাবে। তবে এই বিরল সূর্যগ্রহণ ভারত থেকে বিশ্বমান হবেনা তার কারণ সেই সময় থাকবে ভারতের মধ্যরাত বিশ্বের একাধিক জায়গা থেকে এই দৃশ্য দেখা গেল ভারতবাসী সেই গ্রহণ দেখা থেকে বঞ্চিত হবেন।



*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r

No comments