ভবানীপুর অগ্রগামী সংঘের ৩১ তম বর্ষের বাসন্তী পূজার উদ্বোধনহলদিয়া ভবানীপুর বাবজীবাঁসা অগ্রগামী সংঘে পরিচালনায় বাসন্তী পূজা ও বার্ষিক মিলন উৎসব শুরু হল শনিবার ১৩ ই এপ্রিল থেকে।এবারে ৩১ তম বর্ষে পদার্পণ করল বাসন্তী পূজো সেই সঙ্গে ৪১…
ভবানীপুর অগ্রগামী সংঘের ৩১ তম বর্ষের বাসন্তী পূজার উদ্বোধন
হলদিয়া ভবানীপুর বাবজীবাঁসা অগ্রগামী সংঘে পরিচালনায় বাসন্তী পূজা ও বার্ষিক মিলন উৎসব শুরু হল শনিবার ১৩ ই এপ্রিল থেকে।এবারে ৩১ তম বর্ষে পদার্পণ করল বাসন্তী পূজো সেই সঙ্গে ৪১তম বার্ষিক মিলন উৎসব শুরু হল। চলবে ১৭ই এপ্রিল পর্যন্ত। শনিবার রাত্রিতে বাসন্তী পূজো আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল, পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান,জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডঃ সুজন কুমার বালা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
No comments