শুরু হল বসন্ত উৎসব ও বাসন্তী পুজো
শুরু হল বসন্ত উৎসব ও বাসন্তী পুজো। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের এগরাচোরপালিয়া বাসন্তী সেবায়েত সংঘের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব ও বাসন্তী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশ…
শুরু হল বসন্ত উৎসব ও বাসন্তী পুজো
শুরু হল বসন্ত উৎসব ও বাসন্তী পুজো। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের এগরাচোরপালিয়া বাসন্তী সেবায়েত সংঘের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব ও বাসন্তী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী রমানন্দজী মহারাজ। সংস্থার স্থায়ী সভাপতি উত্তম বারিক জানিয়েছেন, এবার ৭৫ বছরে পদার্পণ করল এই বাসন্তী পুজো। আগামী দশ ধরে চলবে এই মেলা। রয়েছে সামাজিক কর্মসূচি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, বিশিষ্ট সমবায়ী দীনেশ কুমার প্রধান, বিশিষ্ট সমাজসেবী যোগেন্দ্রনাথ মাইতি ও উদয় শঙ্কর সর, বিশিষ্ট শিক্ষাবিদ দেবব্রত চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অচিন্ত্য কুমার পাত্র।
No comments