Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১ বৈশাখ থেকে দিঘা-(পুরী) মধ্যে এই স্পেশাল ট্রেন পরিষেবা চালু

১ বৈশাখ থেকে  দিঘা-(পুরী) মধ্যে এই স্পেশাল ট্রেন পরিষেবা চালু
আগামী রবিবার বাংলা নববর্ষ। বৈশাখের শুরুতে অনেকেই বাইরে ঘুরতে যান। গরমের ছুটিতে এখন থেকেই আবার হাওয়া বদলের পরিকল্পনা সারছেন বহু বাঙালি। ভ্রমণপিপাসু এই জনতার যাত্রাকে সহজ…

 


১ বৈশাখ থেকে  দিঘা-(পুরী) মধ্যে এই স্পেশাল ট্রেন পরিষেবা চালু


আগামী রবিবার বাংলা নববর্ষ। বৈশাখের শুরুতে অনেকেই বাইরে ঘুরতে যান। গরমের ছুটিতে এখন থেকেই আবার হাওয়া বদলের পরিকল্পনা সারছেন বহু বাঙালি। ভ্রমণপিপাসু এই জনতার যাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার লক্ষ্যে গ্রীষ্ম স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। পুরী, দীঘা ও সেকেন্দ্রাবাদ সামার স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে। ১ বৈশাখেরই শালিমার-মালতিপাতুর (পুরী) মধ্যে এই স্পেশাল ট্রেন পরিষেবা চালু হবে। ৩০ জুন পর্যন্ত এই ট্রেনটি দুই প্রান্তিক স্টেশনের মধ্যে যাতায়াত করবে। এই সময়ে প্রতি সপ্তাহে রবিবার রাত ৯টা ২৫ মিনিটে শালিমার স্টেশন থেকে যাত্রা করবে। পরদিন অর্থাৎ সোমবার ভোর ৫টা ৫০ মিনিটে ওড়িশার মালতিপাতুর (পুরী) স্টেশনে পৌঁছবে। ফিরতি রুটে প্রতি সপ্তাহের সোমবার ওই স্টেশন থেকে রাত ১১টা ৫০ মিনিটে স্পেশাল ট্রেনটি ছাড়বে। পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে শালিমার পৌঁছাবে। অন্যদিকে, সাঁতরাগাছি এবং শালিমার থেকে সেকেন্দ্রাবাদের মধ্যে দুটি সামার স্পেশাল ট্রেন চলবে। ১৫ এপ্রিল থেকে ২৮ জুনের মধ্যে এই বিশেষ ট্রেন পরিষেবা পাবেন যাত্রীরা। একইভাবে সাঁতরাগাছি-দীঘার মধ্যে সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালু হতে চলেছে। ১৩ এপ্রিল থেকে ২৯ জুনের মধ্যে একটি স্পেশাল ট্রেন (০২৮৪৭) প্রতি শনিবার সাঁতরাগাছি থেকে সকাল ৯টা ১০ মিনিটে ট্রেনটি যাত্রা করবে। বেলা ১২টা ৪৫ মিনিটে স্পেশাল ট্রেনটি দীঘা স্টেশনে ঢুকবে। ফিরতি রুটে প্রতি শনিবার দুপুর ১টা ১০ মিনিটে ট্রেনটি ছাড়বে। ওইদিনই বিকেল ৪টে ৫০ মিনিটে স্পেশাল ট্রেনটি দীঘায় পৌঁছাবে। একইভাবে আরও একটি সাঁতরাগাছি-দীঘা স্পেশাল ট্রেন (০২৮৯৭) ১৪ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে প্রতি রবিবার সকাল ৮টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। বেলা ১১টা ৫৫ মিনিটে দীঘায় ঢুকবে ট্রেনটি। ফিরতি রুটে দীঘা থেকে প্রতি রবিবার দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে। ওইদিনই বিকেল ৪টে ৫০ মিনিটে ট্রেনটি সাঁতরাগাছি স্টেশনে পৌঁছবে।

No comments