প্রকাশকের নাম ছাড়া হোর্ডিং নয়: কমিশন
নাম আড়াল করে রাজনৈতিক প্রচার বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। লোকসভা ভোটের প্রচারে অনেক সময়ই কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নাম ছাড়াই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হোর্ডিং, পোস্টার, প্লাকার্ড নজর…
প্রকাশকের নাম ছাড়া হোর্ডিং নয়: কমিশন
নাম আড়াল করে রাজনৈতিক প্রচার বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। লোকসভা ভোটের প্রচারে অনেক সময়ই কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নাম ছাড়াই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হোর্ডিং, পোস্টার, প্লাকার্ড নজরে এসেছে কমিশনের। তাই এবিষয়ে সতর্ক করে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে কমিশন। বলা হয়েছে, হোর্ডিং থাকে পুরসভার অধীনে। তাই কোনও কিছু প্রচারের পিছনে কারা রয়েছে, তা জানে পুরসভা। তাই এ ব্যাপারে পুরসভাকেও উদ্যোগ নিতে হবে। প্রকাশকের নাম ছাড়া কোনও প্রচার মোটেই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অঙ্গ নয়। জানা যাবে না এই প্রচার কোনও রাজনৈতিক দলের কি না। দলের প্রচার খরচও সেক্ষেত্রে আড়াল করা হচ্ছে। তাই প্রচার হোর্ডিংয়ে অবশ্যই প্রকাশকের নাম লিখতে হবে বলে জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন।
No comments