হিমাচলে ভূমিকম্প
বৃহস্পতিবার সন্ধেয় হিমাচল প্রদেশের চাম্বা শহরে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী কম্পন শহর জুড়ে এবং মানালিতেও অনুভূত হয়েছিল, যা চাম্বা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। এখন পর্যন্ত বড় ধরনের কোন…
হিমাচলে ভূমিকম্প
বৃহস্পতিবার সন্ধেয় হিমাচল প্রদেশের চাম্বা শহরে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী কম্পন শহর জুড়ে এবং মানালিতেও অনুভূত হয়েছিল, যা চাম্বা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রাত 9:34 মিনিটে চাম্বাতে আঘাত হানে। তাইওয়ানের পর এবার কেঁপে উঠল ভারতও।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r

No comments