Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আর্থিক বছরে কলকাতা-হলদিয়া বন্দর পণ্য পরিবহণে রেকর্ড গড়েছে

আর্থিক বছরে কলকাতা-হলদিয়া বন্দর পণ্য পরিবহণে রেকর্ড গড়েছেসদ্য শেষ হওয়া ২০২৩-২৪ আর্থিক বছরে কলকাতা-হলদিয়া বন্দর পণ্য পরিবহণে রেকর্ড গড়েছে। বন্দরের নিট লাভও অনেকটা বেড়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের (এএসএমপি) চেয়ারম্যান রথেন্দ্…

 



আর্থিক বছরে কলকাতা-হলদিয়া বন্দর পণ্য পরিবহণে রেকর্ড গড়েছে

সদ্য শেষ হওয়া ২০২৩-২৪ আর্থিক বছরে কলকাতা-হলদিয়া বন্দর পণ্য পরিবহণে রেকর্ড গড়েছে। বন্দরের নিট লাভও অনেকটা বেড়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের (এএসএমপি) চেয়ারম্যান রথেন্দ্র রমণ বৃহস্পতিবার জানিয়েছেন, ২০২৩-২৪ আর্থিক বছরে তাঁদের নিট লাভ হয়েছে ৫০১ কোটি ৭৩ লক্ষ টাকা। তার আগের বছরে এটা ছিল ৩০৪ কোটি ৭ লক্ষ টাকা। নিট লাভ বেড়েছে ৬৫ শতাংশ। কলকাতা-হলদিয়া বন্দরে মোট ৬ কোটি ৬৪ লক্ষ টন পণ্য পরিবহণ হয়েছে। গত আর্থিক বছরে তা ছিল ৬ কোটি ৫৬ লক্ষ টন। গত বারের তুলনায় ১.১১ শতাংশ পণ্য পরিবহণ বৃদ্ধি হয়েছে। কলকাতা ও হলদিয়া দু’টি বন্দরেই পণ্য পরিবহণ বেড়েছে। হলদিয়া বন্দর ৪ কোটি ৯৪ লক্ষ টন পণ্য পরিবহণ করেছে। বন্দরের উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার ফলে পণ্য পরিবহণ ও আয় বাড়ছে বলে চেয়ারম্যান জানিয়েছেন।  কলকাতা ও হলদিয়া বন্দরে বেসরকারি উদ্যোগে উন্নয়নের যে কাজ শুরু হয়েছে চলতি আর্থিক বছরে তা অব্যাহত থাকবে। কলকাতা বন্দরের খিদিরপুর বন্দরে ও হলদিয়া বন্দরে দু’টি বার্থের উন্নয়নের কাজ ইতিমধ্যে দু’টি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। এর ফলে ৬০ লক্ষ টনের বেশি পণ্য পরিবহণ বাড়বে। এখানে প্রায় ৪৮২ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। চলতি আর্থিক বছরে হলদিয়া বন্দরে একটি বার্থ, কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডকে দু’টি বার্থের উন্নয়ন এবং ডায়মন্ডহারবারে একটি ভাসমান বার্থ নির্মাণের দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেওয়ার জন্য টেন্ডার ডাকা হবে। এখানে বিনিয়োগ হবে ১১৬০ কোটি টাকা। এতে পণ্য পরিবহণ ক্ষমতা আরও ৪৫ লক্ষ টন বাড়বে।


*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r

No comments