আজ, ১৫এপ্রিল থেকে শুরু অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনআগামী ২৯ জুন থেকে শুরু হতে চলেছে এবছরের অমরনাথ যাত্রা। রবিবার অমরনাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৯ আগস্ট এই তীর্থযাত্রা সমাপ্ত হবে। ৫২ দিনের জন্য দক্ষিণ কাশ্মীর হিমালয়…
আজ, ১৫এপ্রিল থেকে শুরু অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন
আগামী ২৯ জুন থেকে শুরু হতে চলেছে এবছরের অমরনাথ যাত্রা। রবিবার অমরনাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৯ আগস্ট এই তীর্থযাত্রা সমাপ্ত হবে। ৫২ দিনের জন্য দক্ষিণ কাশ্মীর হিমালয়ের ৩ হাজার ৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরের উদ্দেশে তীর্থযাত্রায় অংশ নেবেন অগণিত ভক্ত। আজ, ১৫ এপ্রিল থেকে শুরু হবে আগাম রেজিস্ট্রেশন। মূলত দুটি পথে ধরে অমরনাথ মন্দিরে পৌঁছনো যায়। তাদের একটি হল প্রায় ৪৮ কিমি দীর্ঘ অনন্তনাগ জেলার নুনওয়ান-পহেলগাঁও রুট। বালতালের রুটটি অপেক্ষাকৃত দুর্গম। গান্দারবাল জেলার এই পথ ধরে ১৪ কিমি অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে।
No comments