Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্লাবের উদ্যোগে জল দান কর্মসূচি

ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/7kJM2bOKxH0

জোনাকি ক্লাবের উদ্যোগে জল দান কর্মসূচিজোনাকি নামটা শুনলেই মনে হয় রাতে টিমটিম করে আলোদেয়। দেখতে খুব সুন্দর লাগে। অন্ধকার কে দূর করে সকলকে আলো দেখায় সেই জোনাকি। কিন্তু বর্তমান স…

 



ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/7kJM2bOKxH0



জোনাকি ক্লাবের উদ্যোগে জল দান কর্মসূচি

জোনাকি নামটা শুনলেই মনে হয় রাতে টিমটিম করে আলোদেয়। দেখতে খুব সুন্দর লাগে। অন্ধকার কে দূর করে সকলকে আলো দেখায় সেই জোনাকি। কিন্তু বর্তমান সমাজের জোনাকি একটি সংস্থা।  যখন প্রচন্ড তাপপ্রবাহ চলছে মানুষ বেরোতে পারছে না সেই জোনাকি ক্লাবের সদস্যরা বেরিয়ে এসেছেন রাস্তার উপরে সাধারণ মানুষকে ঠান্ডা পানীয় জল খাওয়ানোর জন্য। জোনাকি ক্লাবের কোষাধ্যক্ষ শুভঙ্কর মাইতি হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন,প্রচন্ড তাপপ্রহার চলছে, তাই বিনা কারণে বাড়ির বাহির না হওয়াটাই ভালো। কিন্তু ব্যস্ত জীবন সকলকেই কোনো না কোনো কারণেই বাড়ি থেকে বের হতে হয়। কিন্তু এই তাপপ্রবাহে জলের অভাবে হতে পারে সান স্টোক তারই জন্যই জলদান জীবন দান এই শ্লোগানকে সামনে রেখে হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড জোনাকি ক্লাবের উদ্যোগে রাস্তার উপরে সাধারণ মানুষের জন্য জল বাতাসা কলা বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে দাঁড়িয়ে রয়েছি। হলদিয়া পৌরসভার কদমতলা থেকে পৌরসভার দিকে যেতেই রাস্তার উপরেই তাদের সদস্য সদস্যরা ঠান্ডা পানীয় জল গ্লুকোন ডি নিয়ে দাঁড়িয়ে রয়েছে পথ চলতি মানুষদের জল দান করার জন্য। প্রচন্ড তাপপ্রবাহ চলছে অন্যান্য বৎসর বিভিন্ন ক্লাব হলদিয়া পৌরসভার বিভিন্ন সংস্থার উদ্যোগে জল দান কর্মসূচি চলতো কিন্তু এবছর সেই কর্মসূচি থেকে অনেকেই বিরত রয়েছে কিন্তু জোনাকি ক্লাব তাদের প্রত্যেক বছরের কর্মসূচীর মতোই এই তাপপ্রভাবের মধ্যেও ক্লাবের সকল সদস্যদের নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে জল দান করছেন।

No comments