উত্তরে নির্বিঘ্নে ভোট, ভোট কেন্দ্রে সুসজ্জিত মাতৃদুগ্ধ প্রদান কেন্দ্র
আজ, শুক্রবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট হচ্ছে ১৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৯টি আসনে। ভোটে লড়ছেন বিভিন্ন দল ও দলহীন ১২০৬ জন প্রার্থী। এই দফায়…
উত্তরে নির্বিঘ্নে ভোট, ভোট কেন্দ্রে সুসজ্জিত মাতৃদুগ্ধ প্রদান কেন্দ্র
আজ, শুক্রবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট হচ্ছে ১৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৯টি আসনে। ভোটে লড়ছেন বিভিন্ন দল ও দলহীন ১২০৬ জন প্রার্থী। এই দফায় বাংলার তিন আসনে ভোটগ্রহণ। বাংলায় সকাল থেকে উত্তর বঙ্গের তিন জেলাতেই নির্বিঘ্নেই ভোট চলছে। কোথাও কোনও গণ্ডগোলের খবর নেই। লোকসভা ভোটের দ্বিতীয় দফায় বিশেষ নজর রয়েছে কেরল, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো রাজ্যের আসনগুলিতে। দ্বিতীয় দফায় লড়ছেন রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনী, অরুণ গোভিল। এদিকে, তীব্র দাবদাহের মধ্যেই বঙ্গের তিনটি আসন রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে ভোট চলছে। ভোট নিরাপত্তায় মোতায়েন ৩০৩ কোম্পানি বাহিনী। এই দফায় তিন লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা ৫২৯৮। তার মধ্যে স্পর্শকাতর বুথ ১১৩৪টি। তিনটি লোকসভা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৫,১১,৭৯,৫৫ জন। কিছু বুথে ইভিএম খারাপের অভিযোগ উঠেছে। এদিন বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের লিফলেট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ৯টা পর্যন্ত ১৬ শতাংশের বেশি ভোট পড়েছে।
No comments