সুগার, প্রেসারের নামী ব্র্যান্ডের জাল ওষুধ!
কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) মার্চ মাসে ১১৬৭টি ওষুধের নমুনা পরখ করেছিল। তার মধ্যে ১১০৯টি নমুনা পাশ করলেও ৫৮টি ডাহা ফেল …
সুগার, প্রেসারের নামী ব্র্যান্ডের জাল ওষুধ!
কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) মার্চ মাসে ১১৬৭টি ওষুধের নমুনা পরখ করেছিল। তার মধ্যে ১১০৯টি নমুনা পাশ করলেও ৫৮টি ডাহা ফেল করেছে পরীক্ষায়। স্বাস্থ্যকর্তারা উদ্বিগ্ন, এই ৫৮টি ওষুধের মধ্যে নামজাদা কোম্পানির নামী ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু ব্যাচের ওষুধে ভেজাল রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলি অবশ্য জানিয়েছে, ওই ব্যাচের ওষুধ তারা তৈরি করেনি। অর্থাৎ স্পষ্ট, ওষুধগুলি জাল। বিশেষজ্ঞরা চিন্তিত, ওই জাল ওষুধের মধ্যে গ্লেনমার্কের তৈরি উচ্চ রক্তচাপের ওষুধ টেলমা-৪০ (টেলমিসার্টান) ও টেলমা-এএম (টেলমিসার্টান প্লাস অ্যামলোডিপিন) এবং আয়রন লোড কমানোর ওষুধ ডেসিরোক্স-৫০০ (ডেফেরাসিরোক্স), অ্যালকেমের তৈরি পাইরিকুল- ৫০০ (প্যারাসিটামল), সান ফার্মার তৈরি স্কিনে ফাঙ্গাল ইনফেকশনের ওষুধ জোল-এফ (মিকোনাজোল প্লাস ফ্লুওসিনোলোন) ইত্যাদির মতো বহুল প্রচলিত ব্র্যান্ড রয়েছে। রয়েছে, র্যাবিপ্রাজোল প্লাস ডোমপেরিডোন, ক্যালসিয়াম, ভিটামিন ডি-থ্রি, ওফ্লক্সাসিনের বেশ কিছু চালু ব্র্যান্ডও।
নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments