বেকারিতে শীর্ষে ভারত!
বেকারিতে ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে শীর্ষ স্থানে পৌঁছে গেছে। ভারতের বেকারির হার প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, ভুটানের থেকেও চড়া হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাঙ্ক এশিয়ার বেকারি নিয়ে ২০২২ সালের রিপোর…
বেকারিতে শীর্ষে ভারত!
বেকারিতে ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে শীর্ষ স্থানে পৌঁছে গেছে। ভারতের বেকারির হার প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, ভুটানের থেকেও চড়া হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাঙ্ক এশিয়ার বেকারি নিয়ে ২০২২ সালের রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ভারতে সর্বাধিক হারে বেকারি বৃদ্ধি পেয়ে ২০২২ সালে তার হার দাড়িয়েছে ২৩.২২ শতাংশ। অন্যদিকে, একই সময়ে পাকিস্তানে বেকারি হার ভারতের থেকে কম, ১১.৩ শতাংশ। বাংলাদেশেও এই হার ভারতের তুলনায় কম, ১২.৯ শতাংশ এবং ভুটানে এর হার হলো ১৪.৪ শতাংশ। অন্যদিকে, চীনের বেকারির হার ভারতের থেকে বরাবর কম। বেকারি ও আর্থিক বৃদ্ধি নিয়ে ভারতের সঙ্গে চীনের তুলনা কখনও টানা হয় না। সেই চীনের বেকারি হার একই সময়ে ভারতের থেকে কম, ১৩.২ শতাংশ। বিশ্ব ব্যাঙ্ক ভারতের বেকারি, হার বেড়ে চলা নিয়ে প্রতিক্রিয়ায় জানাচ্ছে, ভারতের বিপুল জনসংখ্যাকে ঠিক মতো কাজে লাগিয়ে পরিকল্পনা নিলে দ্রুত বিকাশ ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারির হার কমার প্রচুর সম্ভবনা ছিল। কিন্তু সুষ্ঠু পরিকল্পনা না হওযায় সেই সম্ভবনা নষ্ট হয়ে গেছে। ফলে ভারত বেকারিতে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে শীর্ষ স্থানে চলে গেছে।
নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments