সংসার কখন ভেঙে যায় ?
ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না । সংসার ভাঙ্গে বরং স্বামী -স্ত্রীর বন্ধুত্বের অভাবে । প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারবে না । একটি অসুখী দাম্পত্য জীবনের জন্য ব…
সংসার কখন ভেঙে যায় ?
ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না । সংসার ভাঙ্গে বরং স্বামী -স্ত্রীর বন্ধুত্বের অভাবে । প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারবে না । একটি অসুখী দাম্পত্য জীবনের জন্য বন্ধুত্বহীনতাই যথেষ্ট ।
একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এখনকার যুগে যেটা সবচেয়ে প্রয়োজন, ওটা হলো একজন মানুষ আরেকজন মানুষকে বুঝতে পারার ক্ষমতা ধরে রাখা ।এবং দুটি মনের সাথে একজন আরেক জনের সম্পর্ক স্হাপন করা ।
এই বোঝাপরা ব্যাপারটা বন্ধুত্বের মাধ্যমেই আসে । ভালবাসা ও মায়া এমনি কোন দান না আপনা আপনিই সৃষ্টি হবে । ভালবাসা ও মায়া সৃষ্টি হয় কেবল মাত্র নিরবে কেউ কাউকে বুঝতে পারার মাধ্যমে ।কেউ কাউকে নিরব সাপোর্ট করার মাধ্যমে ।ওটা না থাকলে দাম্পত্য জীবনকে বিষ মনে হয় ।অনেকেই এই প্রেমহীন দাম্পত্য জীবন বয়ে বেড়ায় কারন বাচ্চাদের সুখের কথা ভেবে জীবন সেক্রিফাইজ করে ।কিন্তু প্রতিদিন নিয়ম করে বি*ষ গিলে খাওয়ার মতই তাদের জীবন যাত্রার ভার কাঁধে বয়ে নিতে হয় ।প্রতিদিন কথাকাটাকাটি গোপন করার মানসিকতা জন্মায় । একটাই কারন তাদের মধ্যে বন্ধুত্ব থাকে না । একজন আরেকজনকে স্পেস দেয়না । সেক্রিফাইজ করতে পারেনা ।
এমন অনেক সম্পর্কেই চিড় ধরে কারন যদি বিচার করেন তবে একটাই ফলাফল আসে তাদের বন্ধুত্বটা ছিল না ।তাই ইংল্যান্ডের রানীর পুত্র বধূ প্রিন্সেস ডায়না তার মৃত্যুর আগে বলেছিল আমাকে যার ভালবাসার কথা সে ছাড়া পৃথিবীর সকলেই ভালবেসেছে ।প্রিন্স চালর্স ও ডায়নার মধ্যে কখনই ভালো সম্পর্ক গড়ে উঠেনি শুধু মাত্র তাদের মানসিকতা এক ছিল না বলে ।অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রিন্স চার্লস তাকে প্রচন্ড পছন্দ করেই বিয়ে তরেছিলেন ।কিন্তু তারা কখনই সুখী দম্পতি হিসেবে নিজেদের দাবী করতে পারেন নি ।
No comments