Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করার আগেই দেয়াল লিখন শুরু ?

দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করার আগেই দেয়াল লিখন শুরু ?

 দলীয় তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে এবারও যে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে কোনও মহলে সংশয় নেই। তাই জনগর্জন সভার ঠিক …

 


দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করার আগেই দেয়াল লিখন শুরু ?



 দলীয় তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে এবারও যে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে কোনও মহলে সংশয় নেই। তাই জনগর্জন সভার ঠিক আগের দিন, শনিবার সকাল থেকে শুরু হয়ে গেল তাঁর নামে দেওয়াল লিখন। এদিন ডায়মন্ডহারবারের গ্রামীণ এলাকায় সাংসদের নামে রং-তুলি ধরলেন দলীয় কর্মীরা। তাঁরা জানান, দেওয়াল লিখনের সূচনা করে রাখা হল। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হলেই প্রার্থীর নাম ফুটে উঠবে দেওয়ালে দেওয়ালে। কর্মসূচিতে অংশ নেন ডায়মন্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন সহ অন্যান্য নেতা-কর্মীরা।

বিগত কয়েক মাসে নিজের লোকসভা কেন্দ্রে একাধিক সভা করেছেন অভিষেক। সেই সভাগুলিতেই তিনি কার্যত ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, এবারও তিনি এই কেন্দ্র থেকে লড়বেন। এবার তাঁর জয়ের মার্জিন গত বারের ব্যবধানকে যাতে ছাপিয়ে যায়, সেই আর্জিও ভোটারদের কাছে করেন তিনি। এদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলার বাকি তিনটি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী  কারা হবেন, তা নিয়ে জল্পনা লেগেই রয়েছে। জয়নগর কেন্দ্রে এবারও কি প্রতিমা মণ্ডলকেই টিকিট দেবে তৃণমূল? এই প্রশ্ন এখন দলীয় কর্মীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একইভাবে যাদবপুর কেন্দ্রে মিমি চক্রবর্তীর পরিবর্তে কোন নতুন মুখ আনতে চলেছে ঘাসফুল শিবির, তা নিয়েও কৌতূহল তুঙ্গে। তবে শুধু তৃণমূল নয়, এই কেন্দ্রগুলিতে বিজেপি এবং সিপিএমের প্রার্থী কারা হবেন, তা নিয়েও তুমুল চর্চা চলছে। যেমন, যাদবপুর লোকসভা কেন্দ্রে বামেদের তরফে কোনও এক যুবনেতা বা নেত্রীকে দাঁড় করানোর কথা শোনা যাচ্ছে। অভিষেকের বিরুদ্ধে বিরোধীরা কোনও হেভিওয়েট প্রার্থীকে টিকিট দেয় কি না, সেদিকে তাকিয়ে রয়েছেন ভোটাররা। -

No comments