Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটার কাশীপুরে ফুটবল ও মিনি ফুটবল টুর্নামেন্ট

সুতাহাটার কাশীপুরে ফুটবল ও মিনি ফুটবল টুর্নামেন্ট
সুতাহাটার কাশীপুর ইউথ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ২ থেকে ৫ মার্চ চার দিন ব্যাপী বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠিত হয়। এবছর চতুর্থ বর্ষে ৮ দলীয় ফুটবল, ১৬ দলীয় মিনি ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া ও …

 



সুতাহাটার কাশীপুরে ফুটবল ও মিনি ফুটবল টুর্নামেন্ট


সুতাহাটার কাশীপুর ইউথ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ২ থেকে ৫ মার্চ চার দিন ব্যাপী বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠিত হয়। এবছর চতুর্থ বর্ষে ৮ দলীয় ফুটবল, ১৬ দলীয় মিনি ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গত ৪ মার্চ সোমবার ৮ দলীয় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট হয়।ফাইনালে কৃষ্ণনগর শিবশক্তি ইঞ্জিনিয়ারিং কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলি গ্রুপ গুয়াবেড়িয়া।জয়ী দলকে ট্রফি সহ নগদ ৭০ হাজার টাকা এবং বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হয়। এছাড়াও গত ২ মার্চ শনিবার ১৬ দলীয় নক আউট মিনি ফুটবল টুর্নামেন্টে লাভ সাইন দুর্গাচককে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুতাহাটার কৃষ্ণা ফিস সেন্টার। কর্মকর্তা মোবাইদুল ইসলাম জানান, চ্যাম্পিয়ান দল কে ট্রফি সহ নগদ ১ লক্ষ ৭০ হাজার এবং রানার্স দলকে ট্রফি সহ নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়। পাশাপাশি সেমি ফাইনালে পরাজিত দুই দলকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।উদ্যোক্তাদের পক্ষে আশরাফুল হক বলেন,  এবছর এলাকার ফুটবল প্রেমীদের বসে খেলা দেখার জন্য কৃত্রিম গ্যালারি তৈরি করা হয়েছিল। ফুটবলের পাশাপাশি সারা বাংলা ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করে প্রথম হয়েছে শান্তনু ভট্টাচার্য ও অনীক মিস্ত্রি, দ্বিতীয় শেখ আবুসালে ও অতনু রায় এবং তৃতীয় মহম্মদ আসিফ ও শুভ্রজ্যোতি পন্ডা ।ক্যুইজ পরিচালনা করে হলদিয়া ক্যুইজ সার্কেল সন্দীপন দাস, সৌরিন জানা ও অয়ন গোস্বামী।

No comments