আসন্ন লোকসভা নির্বাচনের আগেই সিপিআইএমের উদ্যোগে হলদিয়া পৌর এলাকার পার্টি অফিস উদ্বোধনপূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া বামেদের দুর্জয় ঘাঁটি বলে এক সময় বলতো। কিন্তু ২০০৭ সাল নন্দীগ্রামের সূর্যোদয় নন্দীগ্রাম সহ রাজ্যে থেকে বিদায় ন…
আসন্ন লোকসভা নির্বাচনের আগেই সিপিআইএমের উদ্যোগে হলদিয়া পৌর এলাকার পার্টি অফিস উদ্বোধন
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া বামেদের দুর্জয় ঘাঁটি বলে এক সময় বলতো। কিন্তু ২০০৭ সাল নন্দীগ্রামের সূর্যোদয় নন্দীগ্রাম সহ রাজ্যে থেকে বিদায় নিতে হয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার তথা সিপিআইএম।
আর সেই সময় সিপিআইএমের হলদিয়ার দাপুটে নেতা ছিলেন লক্ষ্মণ শেঠ। সেই শিল্পশহর হলদিয়ায় আসন্ন লোকসভা নির্বাচনের আগেই সিপিআইএম নতুন করে অক্সিজেন পাচ্ছে সাধারণ মানুষের মধ্যে এখন আলোচনা শুরু হয়েছে। হলদিয়া শিল্প এলাকায় নতুন কারখানা হয়নি, রাস্তাঘাট পৌর এলাকায় উন্নয়ন অনেক পিছিয়ে । প্রায় দু বছর হতে চলল পৌরসভার নির্বাচন করেনি বর্তমান শাসক দল তৃণমূল । পৌরসভার পৌর প্রশাসনিক নিয়োগ হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে হলদিয়া পৌর এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় CPI(M) হলদিয়া উত্তর এরিয়া কমিটি উদ্যোগে হলদিয়া পৌরসভা এলাকার ৩ নং ওয়ার্ডের শাখা অফিস আনুষ্ঠানিকভাবে সূচনা হলো। যা লোকসভা নির্বাচনে তিন নম্বর ওয়ার্ড নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে উপস্থিত ছিলেন সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়েক, পূর্বাশা সামন্ত শ্যামল দাস অধিকারী, ভোলানাথ বেরা,শান্তনু প্রামানিক।
No comments