Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গঙ্গার নীচে মেট্রোয় মোদি না দিদির কৃতিত্ব, দিনভর চর্চায় যাত্রীরা

গঙ্গার নীচে মেট্রোয় মোদি না দিদির কৃতিত্ব, দিনভর চর্চায় যাত্রীরা
 মোদি না দিদি! হাওড়া মদয়ান-এসপ্ল্যানেড মেট্রো চালুর কৃতিত্ব নিয়ে গঙ্গাবঙ্গে রাজনৈতিক তরজায় জড়ালেন যাত্রীদের একাংশ। যার সৌজন্যে শুক্রবার পাতাল পথে তীব্র রাজনৈতিক …

 





গঙ্গার নীচে মেট্রোয় মোদি না দিদির কৃতিত্ব, দিনভর চর্চায় যাত্রীরা


 মোদি না দিদি! হাওড়া মদয়ান-এসপ্ল্যানেড মেট্রো চালুর কৃতিত্ব নিয়ে গঙ্গাবঙ্গে রাজনৈতিক তরজায় জড়ালেন যাত্রীদের একাংশ। যার সৌজন্যে শুক্রবার পাতাল পথে তীব্র রাজনৈতিক বিতর্কের ঝড় ওঠে। এদিন সকাল ৭টায় প্রথম মেট্রো চালু হয়। সফরের মাঝে বহু যাত্রী নিজেদের মধ্যে বিজেপি-তৃণমূল কাজিয়ায় জড়িয়ে পড়েন। কয়েকজন আবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রকৃত রূপকার 

হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের ভূমিকা তুলে ধরেন। লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে এই মেট্রো নিয়ে বিতর্ক উস্কে দেবে তা একপ্রকার নিশ্চিত। কারণ, এদিনই হাওড়ার বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী বহু কর্মী-সমর্থক নিয়ে হাওড়া মদয়ান মেট্রো স্টেশনে ঢুকে যাত্রীদের মধ্যে 

প্রচার চালান। একইভাবে বিজেপির যুব মোর্চা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঢুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে স্লোগান দিতে শুরু করে। পিছিয়ে নেই তৃণমূলও। হাওড়ার 

ঘাসফুল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় গঙ্গাগর্ভে মেট্রো 

চালুর পুরো কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়েছেন। তাঁর দাবি, রেলমন্ত্রী থাকাকালীন মমতা এই প্রকল্প অনুমোদন করেছিলেন। তার বাস্তবায়নে অর্থ বরাদ্দ করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। বামেদের বক্তব্য, বুদ্ধবেদ ভট্টাচার্যের আমলে এই প্রকল্পের শিলান্যাস হয়েছিল। সেই সময় কেন্দ্র-রাজ্য যৌথভাবে এই মেট্রো প্রকল্প গড়ার সিদ্ধান্ত নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় সস্তা রাজনৈতিক স্বার্থে, এই রুট বউবাজার দিয়ে ঘুরিয়ে দিয়ে বিপর্যয় ডেকে এনেছিলেন

No comments