Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন
সংসদ ভবন বদলেছে। আর এবার পালা ৫৪৩ আসনের লোকসভার। আজ, শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সেইসঙ্গে ঘোষণা হতে চলেছে ওড়িশা, অন্ধ্রপ্র…

 


লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন


সংসদ ভবন বদলেছে। আর এবার পালা ৫৪৩ আসনের লোকসভার। আজ, শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সেইসঙ্গে ঘোষণা হতে চলেছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম বিধানসভার ভোট। তালিকায় থাকবে বেশ কিছু বিধানসভার বকেয়া উপ নির্বাচনের দিনক্ষণও। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই তালিকায় থাকতে পারে কলকাতা সংলগ্ন বরাহনগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলা। তবে সেই সবকিছু ছাপিয়ে আপাতত চর্চায়—কত দফায় হতে চলেছে ভোট? পশ্চিমবঙ্গে কি সাত দফায়? এর পাশাপাশি অবশ্যই ৫৪৩ আসনের লোকসভার ‘সমাপ্তি’। কারণ, বর্ধিত জনসংখ্যার ভিত্তিতে আগামী ২০২৬ সালে আসন পুনর্বিন্যাস হবে। আর তারপরই বাড়বে দেশের লোকসভার আসন সংখ্যা। দিল্লির দরবারে খবর, সংখ্যাটা বেড়ে হতে পারে ৭৫৩। তবে এই ফর্মুলা কার্যকর হবে ২০২৯ সালের ভোটে। চব্বিশ তাই ৫৪৩’এর শেষ নির্বাচন।

আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভোট ঘোষণা মাত্রই দেশজুড়ে চালু হয়ে যাবে আদর্শ নির্বাচন বিধি। বর্তমান লোকসভার সময়সীমা শেষ হচ্ছে ১৬ জুন। কেন্দ্রীয় সরকারের মেয়াদ ৩০ মে পর্যন্ত। অর্থাৎ নতুন সরকারকে শপথ নিতে হবে মে মাসের মধ্যেই। শুক্রবার নতুন দুই কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘আগামী ১২ সপ্তাহ চলবে কমিশনের সবচেয়ে ব্যস্ততার সময়। এমন মুহূর্তে দুই কমিশনারের কাজে যোগদান যথেষ্ট গুরুত্বপূর্ণ।’ তবে কি ভোটপর্ব চলবে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত? 

গতবার ভোট ঘোষণা হয়েছিল ১০ মার্চ। প্রথম দফার ভোট ছিল ১১ এপ্রিল। সূত্রের খবর, এবার প্রথম দফার ভোট হতে পারে ১৬ এপ্রিল। যদিও এখনও পর্যন্ত কংগ্রেস বা বিজেপি—কারও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। ‘একা ৩৭০ আসন নিয়ে ফের ক্ষমতায় আসছি’ বলে নরেন্দ্র মোদি প্রচারে দাবি করছেন বটে, তবে মরিয়া হয়ে চলছে জোট শরিকের সন্ধানও। হরিয়ানায় জেজেপি’র সঙ্গে জোট ভেস্তে যাওয়ার পর পাঞ্জাবে শিরোমণি অকালি দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করেছে বিজেপি। সবচেয়ে বড় কথা, ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরও কিন্তু প্রায় অর্ধেক আসনে প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি গেরুয়া শিবির। সোমবার ফের বসছে বৈঠক। সেদিনও যদি সব প্রার্থী ঘোষণা হয়, তাহলেও খুব বেশি সময় প্রচারের জন্য তাঁরা পাবেন না। 

তবে একইসঙ্গে আসবে নিরাপত্তা-প্রসঙ্গ। কোন রাজ্যে কত কোম্পানি বাহিনী? এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে বাংলায় আছে ১৫০ কোম্পানি আধাসেনা। ভোট ঘোষণার পরই আসতে পারে আরও প্রায় ১০০ কোম্পানি। তারপর ‘প্রয়োজন মতো’ দফায় দফায় বাহিনী বাড়ানো হতে পারে। যেহেতু লোকসভা ভোটের সঙ্গে বরাহনগর এবং ভগবানগোলার উপ নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল, সেটাও মাথায় রাখতে হচ্ছে রাজ্য কমিশনের আধিকারিকদের। ওই দুই কেন্দ্রের উপ নির্বাচন নিয়ে শুক্রবার সংশ্লিষ্ট জেলার ডিএমদের সঙ্গে বৈঠকে বসেছিল নির্বাচনী আধিকারিকের দপ্তর।

No comments