২৩৮ বার ভোটে হেরেও এবার লোকসভা নির্বাচনে প্রার্থী
ভোটে প্রার্থী হওয়া তাঁর নেশা। ৬৫ বছরের তামিলনাড়ুর কে পদ্মরাজন সত্যিই এমন চমকপ্রদ মানুষ। যে ভোটের সময়ই তিনি হয়ে ওঠেন খবরের বিষয়। পেশা ব্যবসা। একটি টায়ার রিপেয়ারিং দোকানের মালিক। গত …
২৩৮ বার ভোটে হেরেও এবার লোকসভা নির্বাচনে প্রার্থী
ভোটে প্রার্থী হওয়া তাঁর নেশা। ৬৫ বছরের তামিলনাড়ুর কে পদ্মরাজন সত্যিই এমন চমকপ্রদ মানুষ। যে ভোটের সময়ই তিনি হয়ে ওঠেন খবরের বিষয়। পেশা ব্যবসা। একটি টায়ার রিপেয়ারিং দোকানের মালিক। গত চার দশক ধরে তাঁর নেশা হয়ে উঠেছে ভোটে প্রার্থী হওয়া। তিনি এবার তামিলনাড়ুর লোকসভা নির্বাচনে প্রার্থী। ১৯৮৮ সাল থেকে ভোটে দাঁড়াতে শুরু করেন তাঁর হোমটাউন মেত্তুর থেকে। ২০১১ সালে মেত্তুর থেকে বিধানসভা ভোটে দাঁড়িয়ে তিনি পেয়েছিলেন ৬২৭৩টি ভোট। এরাই তাঁর প্রার্থী জীবনের সেরা পারফরম্যান্স।
No comments