গঙ্গা নদী দূষণ রোধে জনসচেতনতায় উদ্দেশ্যে ভ্রাম্যমান ট্যাবলোর শুভ সূচনায় - জেলা শাসক
পূর্ব মেদিনীপুর জেলা গঙ্গা কমিটির উদ্যোগে মাননীয় জেলাশাসকের করণ থেকে গঙ্গা নদী দূষণ রোধ বিষয়ে জনসচেতনতার উদ্দেশ্যে লোকশিল্পী সহযোগে একটি ভ্রাম…
গঙ্গা নদী দূষণ রোধে জনসচেতনতায় উদ্দেশ্যে ভ্রাম্যমান ট্যাবলোর শুভ সূচনায় - জেলা শাসক
পূর্ব মেদিনীপুর জেলা গঙ্গা কমিটির উদ্যোগে মাননীয় জেলাশাসকের করণ থেকে গঙ্গা নদী দূষণ রোধ বিষয়ে জনসচেতনতার উদ্দেশ্যে লোকশিল্পী সহযোগে একটি ভ্রাম্যমান ট্যাবলোর শুভ সূচনা হয়। ট্যাবলোটির সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানবীর আফজল ,অতিরিক্ত জেলাশাসক (ভূমিসংস্কার), শ্রী বৈভব চৌধুরী, এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য বরিষ্ঠ আধিকারিক বৃন্দ। এই ট্যাবলোটি জেলার নদীর ধারগুলিতে ৭দিন ধরে ঘুরবে এবং জনসাধারণকে গঙ্গা দূষণ সম্পর্কে সচেতন করবে।
No comments