Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 19, 2025

Weather Location

Breaking News:

পদত্যাগ করলেন কুনাল ? রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন কুণাল ঘোষ

পদত্যাগ করলেন কুনাল ? রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন কুণাল ঘোষ
রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ ছাড়ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার কুণাল জানান, তিনি আর ওই দু’টি পদে থাকতে চান না। তৃণমূল মুখপাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেক…

 






পদত্যাগ করলেন কুনাল ? রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন কুণাল ঘোষ


রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ ছাড়ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার কুণাল জানান, তিনি আর ওই দু’টি পদে থাকতে চান না। তৃণমূল মুখপাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও বেরিয়ে গিয়েছেন। তিনি বলেন, ‘সিস্টেমে আমি মিসফিট। আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দলবদলের কোনও প্রশ্ন নেই।’ সংগঠনের কাজ যেমন তিনি আর করতে চাইছেন না, তেমনই এদিন কুণাল ছেড়ে দিয়েছেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিস কর্মীদের। বলেছেন, এখনই রাজনৈতিক কোনও কর্মসূচিতে যাব না। কুণালের সরাসরি তোপ উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে। বৃহস্পতিবার উত্তর কলকাতায় বৈঠক করেছেন সুদীপ। সেখানে কুণালকে ডাকা হয়নি। এরপরেই কুণাল জানান, ‘নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর। সারা বছর ছ্যাঁচড়ামি করবে, আর ভোটের মুখে দিদি, অভিষেক আর দলের কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।’ তবে সুদীপবাবু কোনও মন্তব্য করতে চাননি।

No comments