Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Haldia table tennis Championship: ৪৫তম 'অল ইন্ডিয়া মেজর পোর্টস টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ' হলদিয়া ডক কমপ্লেক্সের অফিসার্স ক্লাবে শুরু হল

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/1u-qSE-lr9o
  ৪৫তম 'অল ইন্ডিয়া মেজর পোর্টস টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ' হলদিয়া ডক কমপ্লেক্সের অফিসার্স ক্লাবে শুরু হল।
ভারতবর্ষের মুখ্য বন্দরগুলোকে নিয়ে আজ ২০-২২ মার্চ তিন দিনের  ৪৫ত…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/1u-qSE-lr9o


  ৪৫তম 'অল ইন্ডিয়া মেজর পোর্টস টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ' হলদিয়া ডক কমপ্লেক্সের অফিসার্স ক্লাবে শুরু হল।


ভারতবর্ষের মুখ্য বন্দরগুলোকে নিয়ে আজ ২০-২২ মার্চ তিন দিনের  ৪৫তম 'অল ইন্ডিয়া মেজর পোর্টস টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ' হলদিয়া ডক কমপ্লেক্সের অফিসার্স ক্লাবে শুরু হয়েছে ।


এর উদ্বোধন করেন কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রামন । টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন  কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট, দীনদয়াল পোর্ট, পারাদ্বীপ পোর্ট, মুম্বাই পোর্ট, বিশাখাপত্তনম পোর্ট, জওহর লাল নেহেরু ও চেন্নাই পোর্ট মিলিয়ে মোট সাতটি মুখ্য বন্দরের ৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এই টুর্নামেন্ট কে ঘিরে হলদিয়া ডক কমপ্লেক্স কর্মীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। চ্যাম্পিয়নশিপ খেলার উদ্বোধন করে  হলদিয়া বন্দর অনলাইন ডিজিটাল জানান কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রামন  তিনি বলেন, যে কীভাবে খেলাধুলা মানুষকে তাদের শারীরিক সুস্থতা বিকাশে সহায়তা করে।  শারীরিক ফিট কর্মীরা সঠিকভাবে কাজ করতে পারে।  এই ধরনের টুর্নামেন্ট খেলাধুলাকে সংস্কৃতিতে সাহায্য করে।  তিনি সকল অংশগ্রহণকারীদের পৃথকভাবে পরিচয় করিয়ে দেন। তিনি আরো বলেন,খেলাধূলার মাধ্যমে শারীরিক সক্ষমতা গড়ে ওঠে -  এরফলে কাজেও অগ্রগতি ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী এ গণেশন, জিএম (ইঞ্জিনিয়ারিং),শ্রী এ কে মহাপাত্র, জিএম (ট্রাফিক),শ্রী পিকে দাস, জিএম (এমএন্ডএস), শ্রী এ গুপ্ত, জিএম (অর্থ), শ্রী এ ঘোষ, ডিএমডি, শ্রী আরএস রাজহান্স, টিএম, শ্রী এম মন্ডল, মনোনীত জিএম (ইঞ্জি.) এবং মঞ্চে ছিলেন সিআইএসএফ-এর সিনিয়র কমান্ড্যান্ট। সাতটি বন্দরের খেলোয়াড়গণ।


*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r


No comments