Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্বাচনের আগে পুরসভার টেন্ডার দেওয়াকে কেন্দ্র করে সরগরম

নির্বাচনের আগে পুরসভার টেন্ডার দেওয়াকে  কেন্দ্র করে সরগরমলোকসভা নির্বাচনের আগে পুরসভার টেন্ডার দেওয়াকে  কেন্দ্র করে সরগরম এগরা। এবার পূর্ব মেদিনীপুর জেলার খোদ এগরা পুরসভায় অবৈধ টেন্ডার করার অভিযোগ তুললো স্থানীয় এক ঠিকাদার।   এগরা…

 





নির্বাচনের আগে পুরসভার টেন্ডার দেওয়াকে  কেন্দ্র করে সরগরম

লোকসভা নির্বাচনের আগে পুরসভার টেন্ডার দেওয়াকে  কেন্দ্র করে সরগরম এগরা। এবার পূর্ব মেদিনীপুর জেলার খোদ এগরা পুরসভায় অবৈধ টেন্ডার করার অভিযোগ তুললো স্থানীয় এক ঠিকাদার।   এগরা পুরসভার কাউন্সিলরদের অন্ধকারে রেখে বেআইনিভাবে গোপনে টেন্ডার করার অভিযোগ উঠলো এগরা পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে। গত ১৫ই মার্চ  যানবাহন এন্ট্রি, পার্কিং, নাইট হল্ট সহ অন্যান্য বিষয় নিয়ে এগরা পুরসভার পক্ষ থেকে স্থানীয় সংবাদ পত্রে একটি টেন্ডার বিজ্ঞাপ্তি জারি করা হয়। সেই মতো বুধবার স্থানীয় ঠিকাদার মালেক মল্লিক এগরা পুরসভায় এসে জানতে পারেন। ঐ টেন্ডার বুধবার  অন্য কেউ পেয়ে গেছে। অথচ এগরা পুরসভার কোনো কাউন্সিলর জানেনই না। এমনকি ঐ টেন্ডারে পুরপ্রধান  উপস্থিত ছিলেনই না। কিন্তু  পুরসভার একক্সিকিউটিভ অফিসার উপস্থিতিতে এক ঠিকাদারকে কিভাবে টেন্ডার দেওয়া হয়েছে! সেই প্রশ্নই তুলছেন পুরপ্রতিনিধিরা। তাহলে কি করে কে কিভাবে ঐ টেন্ডার করলো সেই প্রশ্ন তুলছেন মালেক মল্লিক। তিনি  জানিয়েছেন, এখানে টাকার বিনিময়ে দুর্নীতি করে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। তবে এবিষয়ে এগরার পুরপ্রধান ও  পুরসভার এক্সেকিউটিভ অফিসারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টেন্ডারের সঠিক পদ্ধতি না দেখাতে পারলে অভিযোগকারী ঠিকাদার মালেক মল্লিক হাই কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

No comments