Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় সংশপ্তকের বিশ্ব নাট্য দিবস

হলদিয়ায় সংশপ্তকের বিশ্ব নাট্য দিবস
হলদির মোহনায় প্রতিবাদ, প্রতিরোধের কথা সমস্বরে উচ্চারণ করে বিশ্ব নাট্য দিবসের বার্তা দিলেন হলদিয়ার নাট্যকর্মীরা। আজ, বুধবার ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস। তীক্ষ্ণ, তীব্র অভিনয়ের অভিঘাতে দুর্নীতির বির…

 




হলদিয়ায় সংশপ্তকের বিশ্ব নাট্য দিবস


হলদির মোহনায় প্রতিবাদ, প্রতিরোধের কথা সমস্বরে উচ্চারণ করে বিশ্ব নাট্য দিবসের বার্তা দিলেন হলদিয়ার নাট্যকর্মীরা। আজ, বুধবার ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস। তীক্ষ্ণ, তীব্র অভিনয়ের অভিঘাতে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠল দিবস উদযাপনের মুহূর্তে। হলদিয়ার সংশপ্তক আর্ট এন্ড কালচারাল ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে এদিন বিশ্ব নাট্য দিবস উপলক্ষে শ্রুতি নাটক, গান, নাচ, আবৃত্তি, পথনাটক পরিবেশিত হয়। সংশপ্তকের সঙ্গে যোগ দেয় বহুবচন নাট্য দল এবং শ্রুতি নাটক করে চৈতন্যপুরের শেকড় নাট্যগোষ্ঠী। নাট্যকর্মী বাপন দাস এবারের নাট্য দিবসের শপথ পাঠ করেন। আজকের কচিকাঁচারা যারা নাট্য দিবসে পথনাটিকা করেছে তারা হয়তো বাদল সরকার বা শিশির ভাদুড়ীকে সেই অর্থে জানেনা, কিন্তু তারা নাট্য দিবসে শপথ নেয় যে, আমরা নাটক নিয়ে আছি, নাটক নিয়ে বাঁচি। নাটকের বাস্তবতা, শিল্প এবং তার ভিতর থেকে বেঁচে থাকার রসদ কীভাবে পেতে পারি, শুরুতেই তার সরস ব্যাখ্যা দিলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব যুগজিৎ নন্দ। ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট(আইটিই) ১৯৬১ সালে বিশ্ব থিয়েটার দিবসের প্রবর্তন করে। প্রতিবছর ২৭ মার্চ আইটিই কেন্দ্রসমূহ এবং আন্তর্জাতিক 

No comments