দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। তার আগে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে ভোটের আগে আত্মপ্রচারে মেতেছেন মোদি। স…
দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। তার আগে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে ভোটের আগে আত্মপ্রচারে মেতেছেন মোদি। সেইসঙ্গে আগামী দিনে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সমর্থনও চেয়েছেন তিনি। ভোটের দিন ঘোষণার আগে মোদির এই চিঠিকে প্রচারের কৌশল বলেই মনে করছে বিরোধীরা। মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানে বেহাল দশার মতো বিভিন্ন ইস্যুতে চাপের মুখে পড়েছে মোদি সরকার। নির্বাচনী বন্ড ইস্যুতে দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে ভোটের আগে চিঠি লিখে তাঁকে এভাবে সাফল্যের ঢাক পেটাতে হচ্ছে বলে বিরোধীদের দাবি।
শুক্রবার রাতে এই চিঠি প্রকাশিত হয়। সেখানে ৩৭০ ধারা রদ, জিএসটি চালু সহ গত ১০ বছরে কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের উল্লেখ করা হয়েছে। চিঠির শুরুতেই দেশবাসীকে ‘আমার প্রিয় পরিবারের সদস্য’ হিসাবে সম্মোধন করেছেন মোদি। তিনি লেখেন, ১৪০ কোটি ভারতীয়দের আস্থা এবং সমর্থন তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই সহযোগিতা ও সমর্থনেই তাঁর সরকার বড়সড় পদক্ষেপ নিতে পেরেছে বলেও উল্লেখ করেছেন মোদি। সেইসঙ্গে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে দেশবাসীর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী।
ভোটের আগে ২০২২ সালের মধ্যে সকলের জন্য বাড়ির প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছেন তিনি। রান্নার গ্যাসের দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর পরিপ্রেক্ষিতে খোলা চিঠিতে মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি, বিদ্যুৎ, জল এবং রান্নার গ্যাসের সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাফল্যের দাবি করেছেন। তিন তালাক বিরোধী আইন, সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণের জন্য নারী শক্তি বন্দন আইন, নয়া সংসদ ভবন উদ্বোধনের মতো ঘটনার কথাও তুলে ধরেছেন তিনি। তিনি বলেছেন, বর্তমানে ঐতিহ্য এবং আধুনিকতা- দু’দিকেই সামঞ্জস্য রেখে দেশ এগিয়ে চলেছে। ভোট ঘোষণার পরও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, গণতন্ত্রের মহাযজ্ঞে অংশ নিতে আমরা এনডিএ পুরোপুরি প্রস্তুত। আবার এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে মোদি বলেছেন, তিনি শীরোনামের জন্য নয়, ডেডলাইন মেনে কাজ করা ব্যক্তি।
No comments