মহিষাদলে ফের বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু!
বুধবার২৭ শে মার্চ সন্ধে ৭টা সময় মহিষাদল কমলপুরে দ্রুতগামী বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধের নাম অনিল সামাই(৬৫)। অনিলবাবুর বাড়ি কমলপুর গ্রামের পূজা ইটভাটার কাছে। রূপনারায়ণ…
মহিষাদলে ফের বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু!
বুধবার২৭ শে মার্চ সন্ধে ৭টা সময় মহিষাদল কমলপুরে দ্রুতগামী বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধের নাম অনিল সামাই(৬৫)। অনিলবাবুর বাড়ি কমলপুর গ্রামের পূজা ইটভাটার কাছে। রূপনারায়ণ নদী বাঁধের কোলে সরকারি জায়গায় উপর ছোট বাড়িতে তাঁরা স্বামী ও স্ত্রী থাকতেন। তিন মেয়ে বিবাহিত। বাড়ির সামনেই পিচ রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় অনিলবাবুর দেহ পড়েছিল। পথ চলতি মানুষজন দেখতে পেয়ে তাঁকে মহিষাদল বাশুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই বৃদ্ধের মৃত্যু হয়। এরআগে দোলের দিন দুপুর নাগাদ মহিষাদলের গড়কমলপুরে বাইকের ধাক্কায় আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল।
No comments