স্বর্গত পূনেন্দু মাইতি মহোদয় ম্মরনে শ্রদ্ধাঞ্জলীছবি লাল পাল হলদিয়া : পূর্ণেন্দু মাইতি মহোদয় এর অধ্যাপিকা কন্যার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা। পিতা - শ্রী পঞ্চানন মাইতি, মাতা - শ্রীমতী জাহ্নবী মাইতি,স্ত্রী - শ্রীমতী শিবান…
স্বর্গত পূনেন্দু মাইতি মহোদয় ম্মরনে শ্রদ্ধাঞ্জলী
ছবি লাল পাল হলদিয়া : পূর্ণেন্দু মাইতি মহোদয় এর অধ্যাপিকা কন্যার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা। পিতা - শ্রী পঞ্চানন মাইতি, মাতা - শ্রীমতী জাহ্নবী মাইতি,স্ত্রী - শ্রীমতী শিবানী মাইতি, আদি নিবাস - বেলবনী, মেদিনীপুর শিক্ষা - M com,Calcutta university জন্ম তারিখ - 22.04.1939
স্বর্গীয় পূর্ণেন্দু মাইতি জাগতিক মায়া ত্যাগ করে পরলোক হয়েছেন তার পরিবারের - দুই কন্যা, দুই জামাই, নাতি ও নাতনি বলেন আমাদের ছেড়ে চলে গেলেন ১২ই চৈত্র, ১৪৩০ (ইং ২৭শে মার্চ, ২০২৪) বুধবার সকাল ৬.৩৭ মিঃ। বর্তমানে ভাগ্যহীনা কন্যাদ্বয় শম্পা দাস, শর্মিষ্ঠা চ্যাটার্জী জামাতাদ্বয় পৌত্রী, পৌত্র দেবদত্তা দাস, দেবার্ঘ্য দাস চঞ্চল দাস ও সুদীপ চ্যাটার্জী। এছাড়াও ও অসংখ্য গুণগ্রাহী ঘনিষ্ঠ বন্ধুবান্ধব - শ্রী প্রবোধ চন্দ্র সিনহা, জাস্টিস অজিত কুমার নায়েক, শ্রী অমিয় সামন্ত, শ্রী উজ্জ্বল বিশ্বাস, শ্রী সুজিত বসু, শ্রী দিব্যেন্দু হোতা, শ্রী সুধাংশু দে, শ্রী সব্যসাচী দত্ত, শ্রীমতী মিনু চক্রবর্তী, শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী এবং আরো অনেকে রয়েছেন যাঁদের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। এও জানা যায় মেদিনীপুর সমন্বয় সংস্থার উনি founder member,bidhan nagar ইউনিটের ৩ বারের সভাপতি ছিলেন। সংস্থা ছিল উনার সন্তানের মতো। তিলতিল করে গড়ে তুলেছিলেন।শ্রীবৃদ্ধি চেয়েছিলেন মনেপ্রাণে। তিনি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি আরও বলেন এখন লেখার ভাষা খুঁজে পাচ্ছি না।সমাজের প্রতিটা স্তরের মানুষের উপকার করতেন নিজ সাধ্য মত।কেউ কোনো সাহায্য চাইলে বিফল ফিরত না।বাবা কে এত মানুষ কতটা ভালোবাসত তা আমরাও জানতাম না।মৃত্যুটা এত আকস্মিক যে এখনও কেবল আমরাই নই,অনেকেই মেনে নিতে পারছেন না। সব সময় বলতেন ন্যায়ের রাস্তা নিবি।কখনো অন্যায়ের সাথে আপোস করেন নি।ভুল বা অন্যায় দেখলেই প্রতিবাদ করেছেন,কাউকেই পরোয়া করেননি।
সফল ভাবে হার্ট এ্যাটাক, বাইপাস হলো দুদিন সুস্থ আমার সাথে কত গল্পও করলেন তার পর সোমবার থেকে lungs ইনফেকশন কিডনি আফেক্টেড দুদিনের মধ্যে সব শেষ।
নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments