রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন সংঘ অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দজী মহারাজ।রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব নিলেন স্বামী গৌতমানন্দ। তিনি এতদিন ছিলেন সংঘের সহ অধ্যক্ষ। সংঘের তরফে জানানো হয়েছে, আগামী একমাসের মধ্যে স্থা…
রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন সংঘ অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দজী মহারাজ।
রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব নিলেন স্বামী গৌতমানন্দ। তিনি এতদিন ছিলেন সংঘের সহ অধ্যক্ষ। সংঘের তরফে জানানো হয়েছে, আগামী একমাসের মধ্যে স্থায়ী অধ্যক্ষ নির্বাচন করা হবে। তার আগে সদ্য প্রয়াত অধ্যক্ষের স্মরণে ৭ এপ্রিল ভাণ্ডারা কর্মসূচি পালিত হবে। স্বামী গৌতমানন্দ ১৯৫১ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের কাজে যুক্ত হন। ১৯৬৬ সালে তিনি মঠ ও মিশনের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দের কাছ থেকে সন্ন্যাস প্রাপ্ত হন। মূলত অরুণাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে তিনি সেবামূলক কাজ করেছেন। বর্তমানে তিনি ছিলেন চেন্নাই কেন্দ্রের অধ্যক্ষ। শুক্রবার অছি পরিষদের সভায় তাঁর হাতেই মঠ ও মিশনের অন্তর্বর্তী দায়িত্ব তুলে দেওয়া হল।
No comments