ভারতীয় মজদুর সংঘ পরিচালনা করার ক্ষেত্রে বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা, রাজ্যের তিনজন প্রতিনিধি দিল্লিতেসারা ভারতবর্ষের বিএমএস সংগঠন কে মজবুত করার লক্ষ্য নিয়ে প্রত্যেক রাজ্য থেকে তিনজন করে মোট ২৯ টি রাজ্যের সদস্যদের নিয়ে দিল্লি ভি…
ভারতীয় মজদুর সংঘ পরিচালনা করার ক্ষেত্রে বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা, রাজ্যের তিনজন প্রতিনিধি দিল্লিতে
সারা ভারতবর্ষের বিএমএস সংগঠন কে মজবুত করার লক্ষ্য নিয়ে প্রত্যেক রাজ্য থেকে তিনজন করে মোট ২৯ টি রাজ্যের সদস্যদের নিয়ে দিল্লি ভি ভি গিরি ন্যাশনাল( নয়ডায় ইউ পি) লেবার ইনস্টিটিউটে লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। এই ট্রেনিং ২৫শে মার্চ থেকে ৩০ শে মার্চ পর্যন্ত চলবে ,পশ্চিমবঙ্গ থেকে তিনজন এই ট্রেনিংয়ে সুযোগ পেয়েছেন পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি এবং দুর্গাপুর। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া থেকে প্রতিনিধি করছেন বিএমএস ভারতীয় মজদুর সংঘ পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক চন্দন প্রামাণিক।
নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments