কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানে ওপর একটি বিমানের ধাক্কা! বড় দুর্ঘটনা থেকে রেহাই পেল দুটি বিমান
বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল দুটি বিমান। কলকাতা বিমানবন্দরে রানওয়ের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আজ, বুধবা…
কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানে ওপর একটি বিমানের ধাক্কা! বড় দুর্ঘটনা থেকে রেহাই পেল দুটি বিমান
বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল দুটি বিমান। কলকাতা বিমানবন্দরে রানওয়ের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আজ, বুধবার সকালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান রানওয়ের কাছে দাঁড়িয়েছিল। সেইসময় রানওয়ের দিকে যাচ্ছিল কলকাতা-দ্বারভাঙাগামী একটি ইন্ডিগোর বিমান। আচমকাই সেটি বিপজ্জনকভাবে এয়ার ইন্ডিয়া বিমানের খুবই কাছাকাছি চলে আসে। দুই বিমানের ডানায় ঘষা লাগে। তার জেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একদিকের ডানা ক্ষতিগ্রস্ত হয়। ডানার একাংশ ভেঙেও পড়ে যায়। তবে এই ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বিষয়টিতে পাইলটদের কোনও গাফিলতি রয়েছে কি না সেটি খতিয়ে দেখছে বেসামরিক বিমান পরিবহণ সংস্থা ডিজিসিএ। আপাতত বিমানের উভয় চালককেই সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, ইন্ডিগোর ওই বিমানটিতে চারজন শিশু-সহ মোট ১৩৫ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই সুরক্ষিত বলে জানা গিয়েছে।
No comments