Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাংবাদিক সংগঠন তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় ১৬ জন যক্ষা রোগীকে ৬ মাস দত্তক নিল

সাংবাদিক সংগঠন তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় ১৬ জন যক্ষা রোগীকে ৬ মাস দত্তক নিল 
আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন যাদের পর্যাপ্ত মানের পুষ্টিগুণ সম্পন্ন আহরের ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা দেখ…

 



সাংবাদিক সংগঠন তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় ১৬ জন যক্ষা রোগীকে ৬ মাস দত্তক নিল 


আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন যাদের পর্যাপ্ত মানের পুষ্টিগুণ সম্পন্ন আহরের ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। তাই এই রোগ সম্পূর্ণভাবে প্রতিহত করার ক্ষেত্রে যাতে কোন রকমের ভাবে প্রতিবন্ধকতা না দেখা যায় তার জন্য এলাকার সমস্ত সংগঠনের কাছেই আমরা আহ্বান জানানো হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। সেই মত ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রামে বিভিন্ন বেসরকারি কিংবা স্বেচ্ছাসেবী সংস্থা নিক্ষায় মিত্রের মাধ্যমে এলাকার যক্ষা রোগীদের দত্তক নেন। বিভিন্ন সংগঠনের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর তমলুকে মূলত সাংবাদিকদের সংগঠন তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে তাম্রলিপ্ত পৌরসভা এলাকার সমস্ত যক্ষা রোগীদের উপযুক্ত মানের পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য প্রদান করার মাধ্যমে দত্ত নিয়েছেন সাংবাদিকরা। সেই লক্ষ্যে বুধবার প্রথম পূর্ব মেদিনীপুর জেলার জেলা স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে এলাকার যক্ষা রোগীদের মধ্যে ডিম, সোয়াবিন ড াল ছোলা সহ যাবতীয় পুষ্টিগণ সম্পন্ন আহার তুলে দেওয়া হয়। আগামী ৬ মাস পর্যন্ত এভাবেই রক্ষাক্রান্ত রোগীদের হাতে পুষ্টিগুণ সম্পন্ন আহার তুলে দেওয়া হবে এমনটাই জানান সংগঠনের সদস্যরা।

পূর্ব মেদিনীপুর জেলায় এ পর্যন্ত প্রায় হাজার খানে রোগী যক্ষা আক্রান্ত রয়েছেন। তাই সমস্ত যক্ষা আক্রান্তরা যাতে নিয়মিতভাবে তারা পুষ্টি সম্পন্ন আহার পেতে পারেন তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক

No comments