Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সোশ্যাল মিডিয়া কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের জীবন?

সোশ্যাল মিডিয়া কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের জীবন?
অনেকেই বলেন, মোবাইল আমাদের কেড়ে নিয়েছে অনেক কিছু। কিন্তু কয়েক ঘণ্টার জন্য যেন বাঙালির জীবনে ফিরে এল হারানো সময়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম…

 

সোশ্যাল মিডিয়া কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের জীবন?


অনেকেই বলেন, মোবাইল আমাদের কেড়ে নিয়েছে অনেক কিছু। কিন্তু কয়েক ঘণ্টার জন্য যেন বাঙালির জীবনে ফিরে এল হারানো সময়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম বসে যাওয়ার ২ ঘণ্টা ফিরিয়ে দিল বাঙালিকে তার হারানো মেজাজ। ওই ২ ঘন্টা কীভাবে কাটালেন, জানতে ১৮ থেকে ৪০ বছর বয়সিদের এক অনলাইন ফর্ম পাঠিয়েছিলেন এক সমীক্ষক। ছাত্রছাত্রী, গৃহবধূ, ব্যবসায়ী, আইটি কর্মী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশাজীবীর কাছে উত্তর জানতে চেয়েছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের পরিসংখ্যানবিদ সুদীপ ঘোষ। রাজ্যের বিভিন্ন প্রান্তের ৩২৪ জন পেশাজীবীর কাছ থেকে যা উত্তর মিলেছে, তা চমকে দেওয়ার মতোই। উত্তর থেকে জানা গিয়েছে, ৫৬ শতাংশ মানুষ অনেকদিন ফোন না করা বা যোগাযোগ না করা বন্ধু বা ঘনিষ্ঠজনকে ওই সময় ফোন করেছেন। বই পড়েছেন ৪৩ শতাংশ। ছেলেমেয়েদের সঙ্গে নির্মল আনন্দে খেলাধুলোয় মেতেছিলেন ৫৯ শতাংশ। বাবা-মায়ের সঙ্গে গিয়ে দেখা করেছেন, সময় দিয়েছেন, দূরে থাকলে ভিডিও কল করেছেন ৬৫ শতাংশ অংশগ্রহণকারী। কর্মরতা গৃহিনীরা এখন রান্নার সময় পান না। ওই ২ ঘণ্টার অবসরে মনের সুখে রান্নাঘরে কাটিয়েছেন, ইচ্ছাখুশির পদে মনোনিবেশ করেছেন ৫২ শতাংশ! গান-বাজনা ভালোবাসলেও রিলস, লাইভ নয়তো আপডেটে মজে থাকেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার নেশায় নিজের শখকেই সময় দেন না তাঁরা। ওই ২ ঘণ্টায় অন্তত ৩৬ শতাংশ গান-বাজনায় মেতেছিলেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়া আসার আগের জীবনে যেন কিছুক্ষণের ফ্ল্যাশব্যাক হল বাঙালির। 

সুদীপবাবু বলেন, এই দু’ঘণ্টার মধ্যে অনেকেই তাঁদের পছন্দের কাজ করেছেন। সোশ্যাল মিডিয়া বন্ধ থাকায় একটা মুক্তির আমেজ যেন মিলেছিল। এই সময়ের মধ্যে একই ব্যক্তি বই পড়েছেন, কিংবা গান গেয়েছেন, আবার অন্যকে ফোন করার সময়টুকুও পেয়েছেন। আমি বলব সোশ্যাল মিডিয়া সামাজ্যের সাময়িক লকডাউনে মানুষ কিছুক্ষণের জন্য নিজস্ব জীবন ফিরে পেল। মানসিক ও শারীরিক স্বাস্থ্য ফেরাতে ঠিক যে জীবনে ফেরার কথা চিকিৎসক ও মনোবিদরা বলেন।

No comments