Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাওড়া মেট্রো স্টেশন খুলে যাচ্ছে জনসাধারণের জন্য

হাওড়া মেট্রো স্টেশন খুলে যাচ্ছে জনসাধারণের জন্য সাধারণ মানুষের জন্য আগামী ১৫ মার্চ, শুক্রবার থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুট খুলে যাচ্ছে। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের এই অংশের উদ্বোধন…

 


হাওড়া মেট্রো স্টেশন খুলে যাচ্ছে জনসাধারণের জন্য 

সাধারণ মানুষের জন্য আগামী ১৫ মার্চ, শুক্রবার থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুট খুলে যাচ্ছে। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের এই অংশের উদ্বোধন করেন। তারপর থেকে আম জনতার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল,  কবে মিলবে দেশের প্রথম নদীর তলদেশ দিয়ে মেট্রো সফরের অভিজ্ঞতা? শনিবার এক সাংবাদিক সম্মেলনে মিলল তার উত্তর। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ১৫ মার্চ থেকেই হাওড়া ময়দান-এসপ্ল্যানেড, কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় এবং জোকা-মাঝেরহাট করিডরে যাত্রী পরিষেবা শুরু হবে। অর্থাৎ দেশের প্রথম মেট্রো শহরে নয়া তিনটি রুটের সম্প্রসারিত অংশ চালু হয়ে যাচ্ছে সেদিন থেকেই। 
জানা গিয়েছে, সোমবার থেকে শনিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে সারা দিনে ১৩০টি মেট্রো চলবে। ব্যস্ত সময়ে আপ-ডাউনে ১২ থেকে ১৫ মিনিট অন্তর গঙ্গার নীচ দিয়ে ছুটবে যাত্রীবোঝাই অত্যাধুনিক রেক। প্রান্তিক স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হবে সকাল ৭টায়। হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। এই রুটে রবিবার মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যদিকে, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটে গোটা দিনে যাত্রীরা ৪৮টি মেট্রো পরিষেবা পাবেন। সকাল ৯টায় দিনের প্রথম মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে যাত্রা শুরু করবে। একইভাবে দুই প্রান্ত থেকে বিকেল ৪টে ৪০ মিনিটে দিনের শেষ মেট্রো ছাড়বে। ২০ মিনিটের ব্যবধানে এই রুটে মেট্রো পাবেন যাত্রীরা। তবে এই রুটে মেট্রো পরিষেবা মিলবে সপ্তাহে পাঁচদিন। শনি ও রবিবার বন্ধ থাকবে। 
একইভাবে আগামী শুক্রবার থেকে জোকা-তারাতলা রুটের মেট্রো মাঝেরহাট পর্যন্ত যাত্রী পরিষেবা দেবে। এতদিন যাত্রীর অভাবে এই রুটটি চরম লোকসানে চলছে। মেট্রো কর্তাদের আশা, মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা সম্প্রসারিত হলে যাত্রী সংখ্যা বাড়বে নিশ্চিতভাবে। সারাদিনে ৩৬টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। ২৫ মিনিট অন্তর তা পাওয়া যাবে। সকাল সাড়ে ৮টায় জোকা ও মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো চালু হবে। দুই প্রান্তিক স্টেশন থেকে দুপুর ৩টে ৩৫ মিনিটে ছাড়বে দিনের শেষ মেট্রো। এই রুটেও শনি ও রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। 
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুট চালু হয়ে গেলে শহর ও শহরতলির যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বদলে যাবে। কারণ, কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটের মেট্রোর সঙ্গে ইস্ট-ওয়েস্ট রুটের এই অংশ এবার যুক্ত হয়ে যাবে। দুই মেট্রো করিডরের সংযোগকারী স্টেশন হবে এসপ্ল্যানেড। এর মাধ্যমে একদিকে হাওড়া ময়দান, অন্যদিকে উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বর এবং দক্ষিণ ২৪ পরগনার কবি সুভাষ মেট্রো লাইনের মাধ্যমে যুক্ত হবে। ফলে বিস্তীর্ণ এলাকার নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে বিস্তর সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। 


No comments