হলদিয়ার দুই ব্যক্তি সাইবার প্রতারণার ফাঁদে খোয়ালেন ২ লক্ষ টাকা
সাইবার প্রতারকদের ফাঁদে সুতাহাটার দুই ব্যক্তি, খেয়ালেন ২ লক্ষ ৭০ টাকা সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা খোয়ালেন সুতাহাটার দুই ব্যক্তি। এঁদের ম…
হলদিয়ার দুই ব্যক্তি সাইবার প্রতারণার ফাঁদে খোয়ালেন ২ লক্ষ টাকা
সাইবার প্রতারকদের ফাঁদে সুতাহাটার দুই ব্যক্তি, খেয়ালেন ২ লক্ষ ৭০ টাকা সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা খোয়ালেন সুতাহাটার দুই ব্যক্তি। এঁদের মধ্যে একজনের ওষুধের ব্যবসা রয়েছে। হলদিয়া ও দুর্গাচকের শহর এলাকায় একের পর এক ব্যক্তি সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে প্রায় ৯০ লক্ষ টাকা খুইয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন রাষ্ট্রায়ত্ত সংস্থার এক আধিকারিকও। শহরের পাশাপাশি এবার সুতাহাটার গ্রামীণ এলাকাতেও সাইবার প্রতারকরা ফাঁদ পেতেছে। ফৌজি পরিচয় দিয়ে সুতাহাটা থানার কুঁকড়াহাটির এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। অন্যদিকে, সুতাহাটার চৈতন্যপুরের এক যুবকের হারিয়ে যাওয়া মোবাইল ব্যবহার করে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, কুঁকড়াহাটির আনারনগরের বাসিন্দা রবীন্দ্রনাথ মণ্ডল নামে এক ওষুধ ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ৬৮ হাজার ৮৫০ টাকা তুলে নেওয়া হয়েছে। ওই ব্যবসায়ীর ঢেঁকুয়া বাজারে শ্রীকৃষ্ণ মেডিকেল নামে একটি ওষুধ দোকান রয়েছে। এক অপরিচিত ব্যক্তি তাঁকে ফৌজি পরিচয় দিয়ে কয়েক হাজার টাকার ওষুধ কিনতে চায়। ওই ব্যবসায়ী ২২ হাজার ৯৫০ টাকার ওষুধের একটি বিল তৈরি করেন। নিজের ফোন পের সুবিধে না থাকায় পাশের মুদি দোকানদারের মোবাইল ব্যবহার করেন রবীন্দ্রবাবু। ওই ফৌজির কথামতো মোবাইলে অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করতে গিয়ে ফাঁদে পড়েন তিনি। ফৌজির কাছ থেকে ওষুধের বিল পাওয়ার বদলে উল্টে ওই ভুসিমাল দোকানদারের অ্যাকাউন্ট থেকে তিন দফায় ৬৮ হাজার ৮৫০ টাকা হাপিস হয়ে গিয়েছে।কপাল চাপড়াচ্ছেন ওষুধ ব্যবসায়ী।
এদিকে, চৈতন্যপুরে রামপুর এলাকার বাসিন্দা সৌমিত্র বেরা নামে ব্যক্তি তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ২ লক্ষ টাকা খুইয়েছেন বলে অভিযোগ দায়ের করেছেন। কয়েকদিন আগে সুতাহাটা বাজারে তাঁর মোবাইল খোয়া যায়। তিনি মোবাইলের সিম কার্ড দু'টি লকও করে দেন। নতুন সিম কার্ড মোবাইলে লাগানোর পরই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা তুলে নেওয়ার মেসেজ আসে সৌমিত্রবাবুর কাছে। আচমকা এত টাকা খুইয়ে কার্যত ভেঙে পড়েছেন তিনি। পুলিস জানিয়েছে দুটি প্রতারণার ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। কয়েকদিন আগে আইওসির এক আধিকারিক শেয়ার বাজারে টাকা খাটাতে গিয়ে সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে প্রায় ৭৫ লক্ষ টাকা খুইয়েছেন বলে অভিযোগ। হলদিয়ার দুর্গাচক থানা এলাকার বিরিঞ্চিবেড়িয়ার বাসিন্দা জয়ন্ত গুড়িয়া নামে এক ব্যক্তিকে একটি নামি ফিনান্স সংস্থার লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারকরা ১৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ।
No comments