ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/765PSgdowyk
জেলা হস্তশিল্প, তাঁত ও স্বরোজগার একদিনের মেলার উদ্বোধন
চামেলীভট্টাচার্য (হাওড়া ): হাওড়ার শরৎ সদনে ৬ই মার্চ দুপুর ১ টা থেকে রাত (৮) টা পর্যন্ত একদিনের জেলা হস্তশিল্প, তাঁত ও স্…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/765PSgdowyk
জেলা হস্তশিল্প, তাঁত ও স্বরোজগার একদিনের মেলার উদ্বোধন
চামেলীভট্টাচার্য (হাওড়া ): হাওড়ার শরৎ সদনে ৬ই মার্চ দুপুর ১ টা থেকে রাত (৮) টা পর্যন্ত একদিনের জেলা হস্তশিল্প, তাঁত ও স্বরোজগার মেলা উদ্বোধন হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিরাট সুবর্ণ সুযোগ পেলো জেলার হস্তশিল্প ও তাঁতীরা ,তাঁরা তাঁদের শিল্প সামগ্রী ক্রেতাদের কাছে সরাসরি বিক্রি করতে ।
ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহায়তায় হাওড়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা হস্তশিল্প, তাঁত ও স্বরোজগার মেলা । মেলা টি উদ্বোধনের সময় প্রদীপ জ্বালিয়ে শুরু হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী শ্রী অরুপ রায় ,হাওড়া জেলা শিল্প কেন্দ্র আধিকারিক শ্রী অভিজিৎ বন্দোপাধ্যায়, হাওড়া জেলা পরিষদের সহ সভাপতি শ্রী অজয ভট্টাচার্য, হাওড়া জেলা শাসক দীপপিয়া,বিধায়ক সুশান্ত পাঠক, ডি.আর .ডি .সি.এর আধিকারি ,হাওড়া জেলা পরিষদের কর্মাধক্ষ - মিঃ মাঝি প্রমুখ ।
এই মেলাতে বিভিন্ন ধরনের গহনা ,হাত ব্যগ,শাড়ি, পুতুল, ঘর সাজানোর সমস্ত রকমের জিনিস সব আছে । বলতে গেলে এই হাওড়া জেলা হস্তশিল্প তাঁত ও স্বরোজগার মেলা মানুষের হাতের কাছে তাদের প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছে ।
এই মেলায় প্রায় ৬০ জন হস্তশিল্পর কারিগর বসেছে এবং তাঁরা বিক্রি করেছে ।মেলাটি সফল হয়েছে ।
No comments