Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছাত্র পরিষদের সভানেত্রী ও অভিনেত্রী রাজন্যা হালদারের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য

ছাত্র পরিষদের সভানেত্রী ও অভিনেত্রী রাজন্যা হালদারের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য
এগরার পানিপারুলের একটি ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের সভানেত্রী ও অভিনেত্রী রাজন্যা হালদারের বিজেপিত…

 


ছাত্র পরিষদের সভানেত্রী ও অভিনেত্রী রাজন্যা হালদারের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য


এগরার পানিপারুলের একটি ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের সভানেত্রী ও অভিনেত্রী রাজন্যা হালদারের বিজেপিতে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপিতে যোগদান করার হলে ১০ই মার্চ জনগর্জন সভার প্রস্তুতি সভাগুলো করতাম না। এরকম প্রস্তাব এলেও সেটি প্রত্যাখ্যান হয়েছে আমার দ্বারা। আমি মনে করি আমি মায়ের পক্ষে, মাটির পক্ষে সেখানে মানুষ শেষ কথা বলে। চব্বিশে লোকসভা ভোটে টিকিট দেওয়া প্রলোভনে পা না দেওয়াই ভালো। আকৃতজ্ঞতা আমার রক্তে নেই।  আমার শিরায় শিরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য এরকম প্রলোভন এলেও তুচ্ছ  মনে করে এগিয়ে যেতে হবে। তিনি আরও জানিয়েছেন, আমি অকৃতজ্ঞ হতে পারবো না। সমস্ত জল্পনার অবসান করে আমি প্রেস মিটে বলেছি, মিডিয়াকে উত্তর দিয়ে ক্লিয়ার করে দিয়েছি। ফেসবুকে পোষ্ট করেও বলে দিয়েছি বিজেপিতে আমি যাচ্ছিনা। বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই আসেনা। এমপি টিকিটের প্রলোভনেও আসেনা। আমি মনে করি যে দলটি আমারা করি সেই দল সাধারণ মানুষের কথা অনেক বেশি ভাবে। সাধারণ মানুষের জন্যই এই জায়গায় আমার আসা। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই রাজন্যা, রাজন্যা হতে  পেরেছে। তবে কোনো জল্পনাই নেই। একদম স্পষ্ট, আমি মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছি, মা মাটি মানুষের পক্ষে রয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছি। তৃণমূল দলের সিদ্ধান্ত শিরোধার্য, দল যে সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা বলে দাবি রাজন্যার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, কাউন্সিলর জয়ন্ত সাহু, উদয়শঙ্কর সর, নিশিকান্ত জানা, আইয়ুব খান ও জয়রাম প্রধান-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments