৯২ বছরে ফের বিয়ে করছেন মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডক৯২ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিডিয়া ব্যারন রুপার্ট মারডক। পাত্রী ৬৭ বছরের অবসরপ্রাপ্ত বায়োলজিস্ট এলিনা জুকোভা। মার্ডকের এটা পঞ্চম বিয়ে। গত বছরই তিনি চিকিৎসক তথা রে…
৯২ বছরে ফের বিয়ে করছেন মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডক
৯২ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিডিয়া ব্যারন রুপার্ট মারডক। পাত্রী ৬৭ বছরের অবসরপ্রাপ্ত বায়োলজিস্ট এলিনা জুকোভা। মার্ডকের এটা পঞ্চম বিয়ে। গত বছরই তিনি চিকিৎসক তথা রেডিও হোস্ট অ্যান লেসলি স্মিথের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করেছিলেন। তবে এক মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্ডক।
মার্ডকের চেয়ে জুকোভা ২৫ বছরের ছোট। জুকোভার মেয়ে দাশা দেশের নামজাদা উদ্যোগপতি। রাশিয়ান সেলিব্রিটি রোমান আব্রাহমোভিচের স্ত্রী। মার্ডকের এই বিবাহবাসর অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার মোরাগায় তাঁরই এস্টেটে। মিডিয়া ব্যারনের প্রথম বিয়ে অস্ট্রেলীয় প্যাট্রিসিয়া বুকারের সঙ্গে। তাঁদের ১৯৬০ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তারপর দ্বিতীয় স্ত্রী সাংবাদিক আনা টোর্ভের সঙ্গে ৩০ বছর কাটিয়েছেন মার্ডক। ১৯৯৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডেংগের সঙ্গে ২০১৩ সালে ছাড়াছাড়ি হয়। চতুর্থবারের জন্য মার্ডক মডেল জেরি হলকে বিয়ে করেছিলেন। এবার ষাটোর্ধ্ব জুকোভার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মার্ডক। ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ থেকে শুরু করে আরও অন্যান্য সংবাদমাধ্যমের কর্ণধার মার্ডক সম্প্রতি গোটা ব্যবসা তাঁর ছেলে লাচলানকে হস্তান্তর করেছেন।
No comments