Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রিগেডের মহামঞ্চেই আসন্ন লোকসভা ভোটে তাদের ৪২ জন প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল

ব্রিগেডের মহামঞ্চেই আসন্ন লোকসভা ভোটে তাদের ৪২ জন প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল

গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে আজ ব্রিগেডে জনগর্জন সভা শুরুর প্রাক মুহূর্তেই জল্পনার অবসান ঘটল। দলীয় তরফে জানিয়ে দেওয়া হল, আজ ব্রিগেডের …

 


ব্রিগেডের মহামঞ্চেই আসন্ন লোকসভা ভোটে তাদের ৪২ জন প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল



গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে আজ ব্রিগেডে জনগর্জন সভা শুরুর প্রাক মুহূর্তেই জল্পনার অবসান ঘটল। দলীয় তরফে জানিয়ে দেওয়া হল, আজ ব্রিগেডের মহামঞ্চেই আসন্ন লোকসভা ভোটে তাদের ৪২ জন প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। এদিন বক্তব্য রাখার সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েই দিলেন এবারের প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু চমক। আর তিনি ব্রিগেড ময়দানের র‌্যাম্পে এই ৪২ আসনের প্রার্থীদের সঙ্গে নিয়েই হাঁটবেন। দলনেত্রী মমতার নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে ঘোষণা করলেন ৪২ কেন্দ্রে প্রার্থীদের নাম। আর প্রার্থীরা মঞ্চে উঠে দলনেত্রীর পিছন পিছন হাঁটলেন র‌্যাম্প দিয়ে। ঘোষিত প্রার্থী তালিকায় দেখা গেল, বহরমপুরে অধীর চৌধুরীকে চাপে রাখতে মাস্ট্রারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে ক্রিকেটার ইউসুফ পাঠানকে। শুধু তাই নয়, তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য ও হুগলি থেকে লড়বেন ‘দিদি নং ১’ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করাও একটা বড় চমক বলে মনে করা হচ্ছে।

কলকাতা (উত্তর) - সুদীপ বন্দ্যোপাধ্যায়

কলকাতা (দক্ষিণ) - মালা রায়

ডায়মন্ড হারবার - অভিষেক বন্দ্যোপাধ্যায়

যাদবপুর - সায়নী ঘোষ

হাওড়া - প্রসূন বন্দ্যোপাধ্যায়

দমদম - সৌগত রায়

বারাসাত - ডাঃ কাকলি ঘোষ দস্তিদার

ব্যারাকপুর - পার্থ ভৌমিক

কৃষ্ণনগর - মহুয়া মৈত্র

বহরমপুর - ইউসুফ পাঠান

শ্রীরামপুর - কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলি - রচনা বন্দ্যোপাধ্যায়

তমলুক - দেবাংশু ভট্টাচার্য

ঘাটাল - দীপক অধিকারী (দেব)

বসিরহাট - হাজি নুরুল ইসলাম

জয়নগর - প্রতিমা মণ্ডল

মথুরাপুর - বাপি হালদার

উলুবেড়িয়া - সাজদা আহমেদ

আরামবাগ - মিতালি বাগ

বিষ্ণুপুর - সুজাতা মণ্ডল খাঁ

বর্ধমান পূর্ব - শর্মিলা সরকার

বর্ধমান দুর্গাপুর - কীর্তি আজাদ

আসানসোল - শত্রুঘ্ন সিনহা

বোলপুর - অসিত মাল

বীরভূম - শতাব্দী রায়

কোচবিহার - জগদীশচন্দ্র বসুনিয়া

আলিপুরদুয়ার - প্রকাশচিক বরাইক

জলপাইগুড়ি - নির্মলচন্দ্র রায়

দার্জিলিং - গোপাল লামা

রায়গঞ্জ - কৃষ্ণ কল্যানী

বালুরঘাট - বিপ্লব মিত্র

মালদা (উত্তর) - প্রসূন বন্দ্যোপাধ্যায়

মালদা (দক্ষিণ) - শাহনাওয়াজ আলি রেহমান

জঙ্গিপুর - খলিলুর রহমান

মুর্শিদাবাদ - আবু তাহের খান

রানাঘাট - মুকুটমণি অধিকারী

বনগাঁ -বিশ্বজিৎ দাস

কাঁথি - উত্তম বারিক

ঝাড়গ্রাম - কালীপদ সোরেন

মেদিনীপুর - জুন মালিয়া

পুরুলিয়া - শান্তিরাম মাহাতো

বাঁকুড়া - অরূপ চক্রবর্তী

No comments