Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একাধিক কাজে বিশেষ গুরুত্ব রয়েছে ভারতীয় নৌবাহিনীর (নেভি) ডর্নিয়ার এয়ারক্রাফ্টের

একাধিক কাজে বিশেষ গুরুত্ব রয়েছে ভারতীয় নৌবাহিনীর (নেভি) ডর্নিয়ার এয়ারক্রাফ্টেরসমুদ্রে নজরদারি, নিরাপত্তা ও জরুরিকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য সহ একাধিক কাজে বিশেষ গুরুত্ব রয়েছে ভারতীয় নৌবাহিনীর (নেভি) ডর্নিয়ার এয়ারক্রাফ্টের। এবার…

 



একাধিক কাজে বিশেষ গুরুত্ব রয়েছে ভারতীয় নৌবাহিনীর (নেভি) ডর্নিয়ার এয়ারক্রাফ্টের

সমুদ্রে নজরদারি, নিরাপত্তা ও জরুরিকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য সহ একাধিক কাজে বিশেষ গুরুত্ব রয়েছে ভারতীয় নৌবাহিনীর (নেভি) ডর্নিয়ার এয়ারক্রাফ্টের। এবার সেই কাজে আরও গতি আনতে নেভির ২৫টি ডর্নিয়ার এয়ারক্রাফ্টের উন্নীতকরণ করার উদ্যোগ নিল প্রতিরক্ষা মন্ত্রক। তার জন্য শুক্রবার হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের (এইচএএল) সঙ্গে একটি চুক্তি স্বারক্ষিত হল প্রতিরক্ষা মন্ত্রকের। এই উন্নতীকরণের জন্য ২ হাজার ৮৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উন্নীতকরণ বলা হচ্ছে, মিড লাইফ আপগ্রেড (এমএলইউ)। এতে অত্যাধুনিক এয়ারক্রাফ্টের অ্যাভিওনিক্স সিস্টেম এবং সেন্সরকে আপডেট করা হবে। তার জেরে সব ক্ষেত্রেই কার্যক্ষমতা বাড়বে। যেমন, সামুদ্রিক নজরদারি, উপকূলীয় নজরদারি, ইলেট্রনিক ইন্টেলিজেন্স, এবং মেরিটাইম ডোমেন সচেতনতা। এছাড়াও, এই উন্নতীকরণে সমুদ্রে অনুসন্ধান এবং উদ্ধার, চিকিৎসা প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজেও দক্ষতা বাড়বে। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, এই ২৫টি ডর্নিয়ার এয়ারক্রাফ্টের মিড লাইফ আপগ্রেডেশনে সাড়ে ৬ বছরে ১.৮ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আত্মনির্ভর ভারতকে তুলে ধরবে।

No comments