বাংলায় শতায়ু ভোটার ৩৫৯৬জন
আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে বঙ্গের ১০০ বছরের ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৩৫৯৬ জন। ৮৫ বছর ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৪,৮৩,১৯৭ জন। এ বছরই প্রথম ভোট প্রদান করতে চলেছে (১৮-১৯) বছর বয়সী ১৫,৭২,৪৫৫ জন। একজন ভোটার বুথে প…
বাংলায় শতায়ু ভোটার ৩৫৯৬জন
আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে বঙ্গের ১০০ বছরের ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৩৫৯৬ জন। ৮৫ বছর ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৪,৮৩,১৯৭ জন। এ বছরই প্রথম ভোট প্রদান করতে চলেছে (১৮-১৯) বছর বয়সী ১৫,৭২,৪৫৫ জন। একজন ভোটার বুথে প্রবেশ করে ভোট দিতে সময় লাগে দেড় মিনিট, অথচ তাঁর পছন্দের ভোটপ্রার্থীকে দেওয়া ভোট সঠিক জায়গায় পড়েছে কিনা তা ভিভিপ্যাটে চাক্ষুস করতে সময় লাগে মাত্র সাত সেকেন্ড। ভিভিপ্যাট থেকে সঠিক প্রার্থীকে দেওয়া মেশিন থেকে বেরনো চিরকুট একবার বেরিয়ে আবার মেশিনের ভেতরে চলে যায়। এই পদ্ধতিটি অঙ্ক কষে নির্বাচন কমিশনের অভিজ্ঞ কর্মীরা বার করেছেন বলে কমিশন সূত্রে জানা গেছে।
নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments