Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার ভোটে বুথে মোবাইল নিষেধ

এবার ভোটে বুথে মোবাইল নিষেধ
এবারে সমস্ত বুথে ভোটারদের প্রয়োজনে দ্বিতীয়বার তল্লাশি করা হতে পারে। বুথে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। এছাড়াও কোনও প্রার্থী বুথে নিরাপত্তা কর্মীদের নিয়ে প্রবেশ করতে পারবেন না। কোন বুথে জানাল…

 



এবার ভোটে বুথে মোবাইল নিষেধ


এবারে সমস্ত বুথে ভোটারদের প্রয়োজনে দ্বিতীয়বার তল্লাশি করা হতে পারে। বুথে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। এছাড়াও কোনও প্রার্থী বুথে নিরাপত্তা কর্মীদের নিয়ে প্রবেশ করতে পারবেন না। কোন বুথে জানালার ধারে ইভিএম, ভিভিপ্যাট ও কন্ট্রোল ইউনিট রাখা যাবে না। লোকসভা ভোটে ব্যবহৃত ইভিএম, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট সংরক্ষিত করে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তায় স্ট্রং রুমে। লোকসভা নির্বাচনে অবৈধ অর্থের আদানপ্রদান রুখতে আয়কর বিভাগ চালু করেছে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর। টোল ফ্রি নম্বর হল ১৮০০৪৫৫৫৪৪ এবং দূরভাষ নম্বর ০৩৩-২২৬২-৮১৫০/২৪৪১- ০৩২৫, যা খোলা থাকবে আগামী ৪ জুন ভোট গণনার দিন পর্যন্ত। যে কোনও নাগরিক এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন সরাসরি,

তাঁদের নাম অবশ্যই গোপন রেখে।

No comments