Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন মেডিকেলে ১৫০-র বেশি আসন নয়

নতুন মেডিকেলে ১৫০-র বেশি আসন নয়
আগামী ২০২৪-'২৫ শিক্ষাবর্ষ থেকে ছাত্রভর্তি শুরু করতে চায় দেশের ১১২টি মেডিক্যাল কলেজ। আরও ৫৮টি কলেজ এমবিবিএসে আসন বৃদ্ধি করতে চায়। এ বছর থেকেই আবার ৫০টি এমবিবিএস আসন নিয়ে মেডিক্যাল কলেজ খোলার ছাড়প…

 



নতুন মেডিকেলে ১৫০-র বেশি আসন নয়


আগামী ২০২৪-'২৫ শিক্ষাবর্ষ থেকে ছাত্রভর্তি শুরু করতে চায় দেশের ১১২টি মেডিক্যাল কলেজ। আরও ৫৮টি কলেজ এমবিবিএসে আসন বৃদ্ধি করতে চায়। এ বছর থেকেই আবার ৫০টি এমবিবিএস আসন নিয়ে মেডিক্যাল কলেজ খোলার ছাড়পত্র দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)। অর্থাৎ, ৫০, ১০০, ১৫০, ২০০ ও ২৫০ আসন থাকতে পারে মেডিক্যাল কলেজগুলিতে। কিন্তু নতুন মেডিক্যাল কলেজের ক্ষেত্রে আসন সংখ্যা কিছুতেই ১৫০-র বেশি রাখা যাবে না বলে জানাল কমিশন। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে এনএমসি। শিক্ষক- চিকিৎসক এবং অন্যান্য পরিকাঠামো গোড়ার দিকে কম থাকে বলেই পঠনপাঠনের যথাযথ মান ধরে রাখতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে এনএমসি সূত্রে। এনএমসি-র আন্ডারগ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ডের সভাপতি অরুণা ভি বাণীকর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই পঠনপাঠনের মান নিয়ে পড়ুয়া ও শিক্ষক-চিকিৎসকদের তরফে গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসছিল সারা দেশ থেকে। বিষয়টি নিয়ে তখন থেকেই আলোচনা শুরু হয় কেন্দ্রীয় স্বাস্থ্য-মন্ত্রকে।

No comments