Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অষ্টাদশ লোকসভা নির্বাচন ৭ দফায় রাজ্যের লোকসভা নির্বাচন

১৮তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।এবার ৭দফায় নির্বাচন হবে। প্রথম দফায় ১৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল, তৃতীয় দফার ভোটগ্রহণ ৭মে, চতুর্থ দফার ১৩ মে, পঞ্চম দফার ২০ মে, ষষ্ঠ …

 




১৮তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

এবার ৭দফায় নির্বাচন হবে। প্রথম দফায় ১৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। 

দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল, তৃতীয় দফার ভোটগ্রহণ ৭মে, চতুর্থ দফার ১৩ মে, পঞ্চম দফার ২০ মে, ষষ্ঠ দফার ২৫ মে এবং সপ্তম তথা শেষ দফার ভোট হবে ১জুন। 

সারা দেশে মোট ভোটারের সংখ্যা ৯৬.৮ কোটি।মহিলা ভোটার ৪৭.১ কোটি, পুরুষ ভোটার  ৪৯.৭ কোটি।

লোকসভা নির্বাচন- ২০২৪

রাজ্যে ৭ দফায় নির্বাচন

প্রথম দফার নির্বাচন-১৯ এপ্রিল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

দ্বিতীয় দফার নির্বাচন- ২৬ এপ্রিল – দার্জিলিং

৩য় দফার নির্বাচন-৭ ই মে – মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর

চতুর্থ দফার নির্বাচন-১৩ মে –  রাণাঘাট, কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল

পঞ্চম দফার নির্বাচন-২০ মে – শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট,  উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, আরামবাগ,

ষষ্ঠ দফার নির্বাচন-২৫ মে – পুরুলিয়া, বাঁকুড়া, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল

সপ্তম দফার নির্বাচন‌- ১ জুন – কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মণ্ডহারবার, মথুরাপুর, বারাসত, জয়নগর, দমদম, যাদবপুর

লোকসভা নির্বাচনের ফলাফল ৪ জুন ২০২৪

No comments