ডেকে অসম্মান! উদ্বোধক জেলাশাসক, কিন্তু ফলকে নাম পেট্রকেমের ভাইস চেয়ারম্যানের, চাঞ্চল্য উদ্বোধনী অনুষ্ঠানে
১১ ই মার্চ সোমবার হলদিয়ায় পেট্রকেমের নয়া অনুসারি প্রকল্পের উদ্বোধন হল।
পেট্রকেমের নতুন সাবসিডিয়ারি বা সহায়ক সংস্থা 'অ্যা…
ডেকে অসম্মান! উদ্বোধক জেলাশাসক, কিন্তু ফলকে নাম পেট্রকেমের ভাইস চেয়ারম্যানের, চাঞ্চল্য উদ্বোধনী অনুষ্ঠানে
১১ ই মার্চ সোমবার হলদিয়ায় পেট্রকেমের নয়া অনুসারি প্রকল্পের উদ্বোধন হল।
পেট্রকেমের নতুন সাবসিডিয়ারি বা সহায়ক সংস্থা 'অ্যাডপ্লাস কেমিকেল' এজন্য ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। সংস্থাটি পলিইথিলিন ওয়াক্স অর্থাৎ মোম জাতীয় একটি সাদা পাউডার উৎপাদন শুরু করেছে। প্রশাধন শিল্প সহ রাসায়নিক শিল্পে নানা ধরনের প্রয়োজনে এই পাউডার কাজে লাগে। এতদিন বিদেশ থেকে বেশি দামে এই মোম জাতীয় পাউডার (লো মলিকিউলার ওয়েট পলিইথিলিন ওয়াক্স) আমদানি করতে হত। এবার তা তৈরি হবে হলদিয়াতেই। এদিন নয়া প্রকল্পের উদ্বোধন করে হলদিয়ায় শিল্পবান্ধব পরিবেশের বার্তা দেন জেলাশাসক তানবীর আফজল। ওইদিন ফলক উন্মোচন করতেই সবার নজরে আসে, ফলকে উদ্বোধক হিসেবে জেলাশাসকের নাম নেই। উপস্থিত সরকারি আধিকারিকরা ওই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েন। তাঁরা একে অপরের দিকে মুখ চাওয়া চাওয়ি করেন। তবে পেট্রকেম কর্তৃপক্ষ ওই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে। আধিকারিকদের বিষয়টি নজররে আনতেই তাঁরা এড়িয়ে যান।
দেখা যায়, জেলাশাসক উদ্বোধন করছেন অথচ উদ্বোধক হিসেবে সেখানে সংস্থার ভাইস চেয়ারম্যান সুভাষেন্দু চ্যাটার্জির নাম।
এদিন পেট্রকেমের সহায়ক সংস্থা অ্যাডপ্লাস কেমিকেলস এন্ড পলিমারস প্রাইভেট লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রেকেমের ভাইস চেয়ারম্যান সুভাষেন্দু চট্টোপাধ্যায়, এইচডিএর চিফ এগজিকিউটিভ অফিসার কোস্থাম সুধীর, মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, পেট্রকেমের সিইও নভনীত নারায়ণ, পেট্রকেমের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় ভাটনগর, অ্যাডপ্লাসের ডিরেক্টর অশোককুমার ঘোষ প্রমুখ। তবে এদিন নয়া প্রকল্পের উদ্বোধনী ফলকে জেলাশাসকের নাম না থাকায় বিতর্ক তৈরি হয়েছে। হলদিয়ার
দুর্গাচকের ভূঁইয়ারায়চকে মিৎসুবিশির পাশেই ৪ একর জমিতে নতুন প্রকল্প গড়ে উঠেছে। পেট্রকেম কর্তৃপক্ষ জানিয়েছে, পেট্রকেমের উপজাত এই অনুসারি শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। নিজস্ব প্রযুক্তিতে নতুন ধরনের এই মোম জাতীয় সাদা পাউডারের চাহিদা শুধু রাজ্যে নয়, সারা ভারত জুড়েই রয়েছে। প্রাথমিকভাবে ৩০জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানের কর্মসংস্থান হলেও রাজ্য আগামীতে এই কারখানার উপর ভরসা করে অনেক ভ্যালু অ্যাডেড পণ্য তৈরির জন্য অনুসারি শিল্প গড়ে উঠবে এবং বড় আকারে কর্মসংস্থান হবে।
কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে ডাকা হয়নি হলদিয়ার অনেক সাংবাদিকদের সেই প্রশ্নে জানাযায়, উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের টাকার জন্য এক এজেন্সিকে ঠিক করা হয়েছিল। সেই এজেন্সি সংস্থা ফোন করলে তিনি বলেন জেলার বাছাই করা বৈধ কয়েকজন সাংবাদিকদের ডাকা হয়েছিল। এই ধরনের উদ্বোধনী অনুষ্ঠান এমন কোন বড় অনুষ্ঠান নয় বলেও এড়িয়ে যান তিনি। তিনি বলেন কাদের ডাকা হবে সেটা ঠিক করেছিলেন হলদিয়ার পেট্রোকেমিক্যাল সংস্থা। জেলাশাসককে উদ্বোধনী অনুষ্ঠানের ডেকে যেমন অসম্মানিত করেছেন ঠিক তেমনিভাবে (বৈধ ও অবৈধ) সাংবাদিক প্রশ্ন তুলে না ডাকায় অসম্মানিত করেছেন।
No comments