Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিরাপত্তাহীনতায় গাড়ির মালিক!পার্কিং থেকে উধাও ট্যাঙ্কার, তিনমাস পর অভিযোগ নিল পুলিশ

নিরাপত্তাহীনতায় গাড়ির মালিক!পার্কিং থেকে উধাও ট্যাঙ্কার, তিনমাস পর অভিযোগ নিল পুলিশ
দুর্গাচকের পাতিখালি পার্কিং এলাকা থেকে একটি ট্রান্সপোর্ট সংস্থার ট্যাঙ্কার উধাও হয়ে গিয়েছে। ভেহিকেল জিপিআরএসকে ফাঁকি দিয়েই ট্যাঙ্কার নিয়ে ড্রাইভ…

 



নিরাপত্তাহীনতায় গাড়ির মালিক!পার্কিং থেকে উধাও ট্যাঙ্কার, তিনমাস পর অভিযোগ নিল পুলিশ


দুর্গাচকের পাতিখালি পার্কিং এলাকা থেকে একটি ট্রান্সপোর্ট সংস্থার ট্যাঙ্কার উধাও হয়ে গিয়েছে। ভেহিকেল জিপিআরএসকে ফাঁকি দিয়েই ট্যাঙ্কার নিয়ে ড্রাইভার পালিয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনার তিন মাস পরও ওই ট্যাঙ্কার ও ড্রাইভারের হদিশ মেলেনি। এই মর্মে দুর্গাচক থানায় অভিযোগ দায়ের হয়েছে। এতদিন হলদিয়া থেকে পণ্য সহ বিভিন্ন শিল্প সংস্থার ট্রাক, ট্যাঙ্কার হাইজ্যাকিংয়ের খবর মিলত। এবার বন্দর শহরের পার্কিং স্পট থেকে ট্যাঙ্কার চুরির ঘটনায় নয়া উদ্বেগ দেখা দিয়েছে। এসএস ট্রান্সপোর্ট নামে একটি সংস্থার ট্যাঙ্কার পাতিখালি থেকে উধাও হয়েছে। সংস্থার মালিক সন্দীপ বড়াল তাঁর গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ওই ড্রাইভারের বাড়ি বিহারের গয়া জেলার উজিরগঞ্জে। কিন্তু সে দুর্গাচকের হাজরা মোড়ে ভাড়া থাকত। সন্দীপবাবু ওই ড্রাইভারকে অথরাইজেশন লেটার ও সমস্ত কাগজপত্র দিয়েছিলেন।

গত বছরের ৩ ডিসেম্বর সকাল ৯টা নাগাদ জিপিআরএসের মাধ্যমে গাড়ির অবস্থান সার্চ করতে গিয়ে সন্দীপবাবু ধন্দে পড়েন। জিপিআরএসের কোনও সিগন্যাল পাচ্ছিলেন না। সেটি ডিসকানেক্ট দেখায়। পরে জিপিআরএসের তথ্য থেকে তিনি জানতে পারেন, ২৫ নভেম্বর সেটি শেষবার হলদিয়ার পার্কিংয়ে ছিল। সিগন্যাল না পেয়ে ড্রাইভারকে ফোন করেন সন্দীপবাবু। কিন্তু যোগাযোগ সম্ভব হয়নি। এরপর পার্কিংয়ে গিয়েও ট্যাঙ্কারের খোঁজ পাননি। পরে তিনি ড্রাইভারের ভাড়াবাড়িতে যান। সেই বাড়ির মালিক তাঁকে জানান, ড্রাইভার বাড়ির ভাড়া মিটিয়ে অন্যত্র চলে গিয়েছে। এর ১০দিন পর ১৩ ডিসেম্বর সন্দীপবাবু ফাস্টট্যাগ থেকে মোবাইলে একটি মেসেজ পান। উত্তরপ্রদেশের শেরপুর চামারাহা টোল প্লাজা থেকে মেসেজটি এসেছিল। টোল প্লাজায় যাতায়াতের সময় সন্দীপবাবুর অ্যাকাউন্ট থেকে ১৮৫ টাকা কেটে নেওয়া হয়েছে। সন্দীপবাবু বুঝতে পারেন ভুয়ো কাগজ ব্যবহার করে ট্যাঙ্কারটি ওই ড্রাইভার ফের রাস্তায় নামিয়েছে। সংস্থার অভিযোগ, ঘটনার পরই দুর্গাচক থানায় বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর তারা হলদিয়া মহকুমা আদালতের দ্বারস্থ হয়। হলদিয়া আদালতের এসিজেএম টুর নির্দেশে তিনমাস পর দুর্গাচক থানা অভিযোগ নিয়েছে। পুলিস জানিয়েছে, ট্যাঙ্কার চুরির তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী আধিকারিকদের সূত্রে খবর, ট্রান্সপোর্ট সংস্থাগুলির একাংশ, একটি দালালচক্র এবং কিছু ড্রাইভার একের পর এক ট্রাক, ট্যাঙ্কার হাইজ্যাকিং, চুরির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিসকে এধরনের ঘটনার তদন্তের জন্য প্রায়ই ভিনরাজ্যে যেতে হয়। অনেক সময় পুলিস আধিকারিকের সংখ্যা কম থাকায় তদন্তে সমস্যা হয়।

No comments