Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চীনা নজরদারি জাহাজের উপস্থিতি ! অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত

চীনা নজরদারি জাহাজের উপস্থিতি ! অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারতসোমবার উন্নত প্রযুক্তির অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। মালটিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিক্যাল (এমআইআরভি) প্রযুক্তি ব্যবহ…

 


 চীনা নজরদারি জাহাজের উপস্থিতি ! অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত

সোমবার উন্নত প্রযুক্তির অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। মালটিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিক্যাল (এমআইআরভি) প্রযুক্তি ব্যবহার করেই এর কার্যক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে। অর্থাৎ, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই একাধিক লক্ষ্যে আঘাত হানা সম্ভব। এদিন ‘মিশন দিব্যাস্ত্র’-র সাফল্যের জন্য ডিআরডিও-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘এই মিশনের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের জন্য গর্ব বোধ করছি।’ এদিনের পর এমআইআরভি প্রযুক্তির ক্ষমতাসম্পন্ন দেশের তালিকায় নাম যুক্ত হল ভারতের। এদিকে, এই খুশির আবহাওয়ার মধ্যেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বঙ্গোপসাগরে চীনা নজরদারি জাহাজের উপস্থিতি। বর্তমানে বিশাখাপত্তনম উপকূল থেকে প্রায় ৪৮০ কিলোমিটার (২৬০ নটিক্যাল মাইলের কম) দূরে অবস্থান করছে জিয়ান ইয়াং হং ০১ নজরদারি জাহাজটি। আন্তর্জাতিক জলসীমায় থাকা ওই জাহাজটির কার্যকলাপ ও গতিবিধির উপর কড়া নজর রাখছে ভারত। বিশাখাপত্তনমেই রয়েছে ভারতের তিনটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন। তাছাড়া, শক্তিশালী অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়েও এই চীনা জাহাজের উপস্থিতিতে মোটেই ভালো চোখে দেখছে না ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। ভারতের সামরিক ক্ষমতার জরিপ করতেই চীনা জাহাজটি নজরদারি চালাচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর করছে ভারতীয় নৌবাহিনী। 

No comments