Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২০২৯ সাল থেকেই এক দেশ এক নির্বাচন’ কি ?

২০২৯ সাল থেকেই এক দেশ এক নির্বাচন’ কি ?
‘এক দেশ এক নির্বাচন’ কি ২০২৯ সাল থেকেই? বৃহস্পতিবার ১৪ ই মার্চ রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্ট জমা পড়া মাত্র এটাই চর্চার কেন্দ্রবিন্দু। লোকসভা, বিধানসভা, পুরসভা এবং পঞ্চায়েত—‘ওয়ান নেশন ওয়ান…

 



২০২৯ সাল থেকেই এক দেশ এক নির্বাচন’ কি ?


‘এক দেশ এক নির্বাচন’ কি ২০২৯ সাল থেকেই? বৃহস্পতিবার ১৪ ই মার্চ রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্ট জমা পড়া মাত্র এটাই চর্চার কেন্দ্রবিন্দু। লোকসভা, বিধানসভা, পুরসভা এবং পঞ্চায়েত—‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন।’ তারই ১৮ হাজার ৬২৬ পাতার রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে জমা দিলেন উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন কমিটির সদস্য অমিত শাহ, গুলাম নবি আজাদ সহ অন্যরাও।

৩২ রাজনৈতিক দলের মধ্যে তৃণমূল সহ আপত্তি ১৫টির। বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের মধ্যে আপত্তি ৩ জনের। ওয়েবসাইটে জমা পড়া ৫ হাজার ২৩২ মতামতের মধ্যেও আপত্তি ১ হাজার ৩৯৫ জন নাগরিকের। ডাকে আসা ১৫৪ চিঠির মধ্যেও ৪৫ জন জানিয়েছেন হওয়া উচিত নয়। তারপরও জমা পড়ল সুপারিশ। এবং রাজনৈতিক মহলের বিশ্লেষণ, নরেন্দ্র মোদি তৃতীয়বার ক্ষমতায় এলে এই ইস্যুটি অন্তত আর ফেলে রাখবেন না। সেই কারণেই বিপুল আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে লড়ে যাচ্ছেন তিনি। কারণ, এই ধরনের প্রস্তাব কার্যকর করানোর জন্য দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে সংবিধান সংশোধন প্রয়োজন। সেটা হয়ে গেলেই শুরু হবে প্রক্রিয়া। রিপোর্টে কমিটি নির্দিষ্ট তারিখের উল্লেখ করেনি। তবে জানিয়েছে, সংসদের প্রথম অধিবেশন বসার পর রাষ্ট্রপতি একটি তারিখ দেবেন। তাকে বলা হবে ‘অ্যাপয়েন্টেড ডেট।’ তার পরবর্তী লোকসভার ভোটের সঙ্গেই হবে বাকি নির্বাচন। রাজনৈতিক মহলের মতে, কমিটি যেহেতু চব্বিশের লোকসভা ভোটের আগেই  রিপোর্ট দিল, সেইহেতু এই বছরটিকেই ‘অ্যাপয়েন্টেড ডেট’ হিসেবে ধরতে পারে সরকার। সেই হিসেবে পাঁচ বছর পর অর্থাৎ ২০২৯ সালে কার্যকর হবে এক দেশ এক নির্বাচন।

সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আগামী ২০২৬ সালে বিধানসভার ভোট হলেও সেই সরকারের মেয়াদ হবে তিন বছর। রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়ের মেয়াদ হবে মাত্র এক বছর। কমিটির প্রস্তাব, প্রথমে লোকসভা-বিধানসভা ভোট একসঙ্গে হবে। তার ১০০ দিনের মধ্যে পুরসভা-পঞ্চায়েত। পাঁচ বছর অন্তরই হবে নির্বাচন। তবে তার মধ্যে কোনও সরকার পড়ে গেলে বা ত্রিশঙ্কু হলে শুধুমাত্র তার ভোট হবে। এবং সেই সরকারের মেয়াদও হবে পরবর্তী লোকসভা ভোট পর্যন্ত। 

একসঙ্গে ভোট করাতে সংবিধানের দুটি অনুচ্ছেদ সংশোধন করতে হবে। যুক্ত করতে হবে নতুন শব্দ। ‘ফুল টার্ম’ এবং ‘আনএক্সপায়ার্ড পিরিয়ড’। ফুল টার্ম মানে পাঁচ বছর। আনএক্সপায়ার্ড পিরিয়ড—যদি সরকার পাঁচ বছরের আগেই পড়ে যায়। তবে হ্যাঁ, লোকসভা-বিধানসভার ভোট একসঙ্গে করাতে সংবিধান সংশোধন হলেও তা দেশের ৫০ শতাংশ রাজ্য বিধানসভায় পাশ করাতে হবে না। তবে গোটা দেশের ৩ হাজার ৪০৮টি পুরসভা এবং ২ লক্ষ ৫৬ হাজার ৯৯০টি পঞ্চায়েতে একসঙ্গে ভোট করানোর জন্য সংবিধান সংশোধন করে তা ৫০ শতাংশ রাজ্য বিধানসভায় পাশ করাতেই হবে। সেটা কি সম্ভব হবে?

No comments