Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রান্নার গ্যাসের পর এবার পেট্রল ও ডিজেলের দামও কমাল মোদি সরকার

রান্নার গ্যাসের পর এবার পেট্রল ও ডিজেলের দামও কমাল মোদি সরকার
ভোট বড় বালাই। রান্নার গ্যাসের পর এবার পেট্রল ও ডিজেলের দামও কমাল মোদি সরকার। দু’টি জ্বালানিরই দাম প্রতি লিটারে ২ টাকা করে কমল। আজ শুক্রবার থেকে কার্যকর এই নতুন দাম। কেন…

 

রান্নার গ্যাসের পর এবার পেট্রল ও ডিজেলের দামও কমাল মোদি সরকার


ভোট বড় বালাই। রান্নার গ্যাসের পর এবার পেট্রল ও ডিজেলের দামও কমাল মোদি সরকার। দু’টি জ্বালানিরই দাম প্রতি লিটারে ২ টাকা করে কমল। আজ শুক্রবার থেকে কার্যকর এই নতুন দাম। কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী বৃহস্পতিবার একথা জানিয়েছেন। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ১০৬ টাকা ৩ পয়সা থেকে কমে হয়েছে ১০৩ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ, দাম কমল দু’টাকার সামান্য বেশি। ডিজেলের দাম ৯২ টাকা ৭৬ পয়সা থেকে কমে হচ্ছে ৯০ টাকা ৭৬ পয়সা। কলকাতায়  বুধবার তিনি সাফাই দিয়ে বলেছিলেন, কোনও ভোটের দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকার তেলের দাম কমায় না। অথচ এর একদিন পরেই দুই জ্বালানির দাম কমল। বিরোধীরা বলছে, কেন্দ্র যে দাম কমাবে তা প্রত্যাশিতই ছিল। মুখে ‘আব কি বার চারশো পার’-এর স্লোগান তুললেও বাস্তব পরিস্থিতি বিজেপিকে স্বস্তি দিচ্ছে না। সেজন্যই ভোটের আগে মরিয়া হয়েই রান্নার গ্যাসের পর এখন পেট্রল-ডিজেল ও  দাম কমানোর পথে হাঁটতে হচ্ছে তাদের। আর মোদির এই পদক্ষেপ থেকেই স্পষ্ট, তিনি নার্ভাস হয়ে পড়েছেন। এদিন সরকারের সিদ্ধান্ত জানাতে গিয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পেট্রলিয়ামমন্ত্রী।  তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন,  ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার প্রমাণ করলেন যে, নিজের পরিবার অর্থাৎ কোটি কোটি ভারতীয়কে কল্যাণ ও সুবিধা প্রদানই তাঁর লক্ষ্য।’ এর আগে আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ১০০ টাকা করে কমানোর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

No comments