Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 25, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

শুয়োরের গুঁতো, চলন্ত টোটো উল্টে জখম স্কুলের ছাত্রী সহ ৩

শুয়োরের গুঁতো, চলন্ত টোটো উল্টে জখম স্কুলের ছাত্রী সহ ৩ শুয়োরের ধাক্কায় টোটো উল্টে গিয়ে এক স্কুল ছাত্রী সহ জখম হলেন তিনজন। ১৪ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যের সময় ঘটনাটি ঘটেছে হলদিয়া টাউনশিপে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ…

 



 শুয়োরের গুঁতো, চলন্ত টোটো উল্টে জখম স্কুলের ছাত্রী সহ ৩

 শুয়োরের ধাক্কায় টোটো উল্টে গিয়ে এক স্কুল ছাত্রী সহ জখম হলেন তিনজন। ১৪ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যের সময় ঘটনাটি ঘটেছে হলদিয়া টাউনশিপে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধে ৬টা ১৫ নাগাদ টাউনশিপের মাখনবাবুর বাজার থেকে টোটো ওই স্কুল ছাত্রী ও তার মা ডিএভি পাবলিক স্কুলে যাচ্ছিলেন। একাদশ শ্রেণীর রেজাল্ট আনতে যাচ্ছিলেন ছাত্রীটি। টাউনশিপের মেডিকো মোড়ের কাছে অতর্কিতে পাশের ঝোপ থেকে দুটি শুয়োর এসে ধাক্কা মারে টোটোকে। মুহূর্তেই চলন্ত টোটো যাত্রী সহ উল্টে যায়। গুরুতর জখম হন স্কুল পড়ুয়া ও তার মা। ধাক্কা মারার পর শুয়োরদুটি লাফ দিয়ে আহতদের উপর উঠে পালানোর চেষ্টা করে। ওই সময় শুয়োরের নখের আঁচড়ে তাঁদের শরীর ক্ষতবিক্ষত হয়।  আহতদের বাড়ি দুর্গাচকে। টোটো চালকও জখম হয়েছেন। স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে বন্দর হাসপাতালে ভর্তি করে। চালক সেক রাজু বলেন, বড় সাইজের দুটি শুয়োর এসে ধাক্কা মারে। টোটো উল্টে যায়। স্থানীয়রা বলেন, শুয়োরের ধাক্কায়  এর আগেও একাধিক বাইক আরোহী জখম হয়েছেন।  পুরসভায় বিষয়টি জানালেও কোন হেলদোল নেই বলে স্থানীয়দের অভিযোগ। বেশিরভাগ সময়ে রাতের দিকেই দুর্ঘটনা ঘটে। কয়েকজনের বুকের পাঁজর ভেঙেছে। শুয়োরগুলি টাউনশিপের পাশেই চাষ করা হয় বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, চাষ করা হলেও শুয়োরগুলি ছাড়া থাকে। শুয়োরগুলি বাজার এলাকাতেও ঢুকে পড়ে। শুয়োরের আতঙ্ক ছড়িয়েছে টাউনশিপ এলাকায়।



No comments